Rishi Sunak : 'জঙ্গি পরিকাঠামোয় আঘাত হেনে ঠিক করেছে ভারত, জঙ্গিদের কোনও ছাড় নয়', স্পষ্ট বার্তা ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর
Pahalgam Incident Update: পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা।

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় জোরদার জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের তরফ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে। অপারেশন সিঁদুরের খবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে... আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।" যদিও ভারতের প্রত্যাঘাতকে সমর্থন করেছে ইজরায়েল। এবার এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখলেন, "অন্য দেশ নিয়ন্ত্রিত জমি থেকে কোনও দেশের বিরুদ্ধে জঙ্গি হামলা চালানো মেনে নেওয়া উচিত নয়। জঙ্গি পরিকাঠামোয় ভারতের আঘাত হানার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জঙ্গিদের কোনওভাবেই ছাড় নয়।"
#OperationSindoor | Former Prime Minister of the United Kingdom Rishi Sunak posts on 'X', "No nation should have to accept terrorist attacks being launched against it from a land controlled by another country. India is justified in striking terrorist infrastructure. There can be… pic.twitter.com/Fm8g4aEoFk
— ANI (@ANI) May 7, 2025
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের ২টি জায়গা, মুরিদকে এবং শিয়ালকোট। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি এবং ভীমবের। এছাড়াও গুলপুর ও চক আমরুতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি, মুরিদকেতে লস্কর-ই-তৈবার ঘাঁটি, সারজালে জইশ ঘাঁটি, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ঘাঁটি, বারনালায় লস্করের ঘাঁটি, কোটলিতে জইশ ও হিজবুলের ঘাঁটি, মুজফ্ফরাবাদে লস্কর ও জইশের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। 'অপারেশন সিঁদুর'-এ অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। জানানো হয়েছে বায়ুসেনার তরফে। পাকিস্তানে এয়ারস্ট্রাইক নিয়ে মার্কিন প্রতিরক্ষাসচিবের সঙ্গে কথা হয়েছে অজিত ডোভালের।
পাকিস্তানকে প্রত্যাঘাতের কথা রাশিয়া-ব্রিটেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীকে জানিয়েছে ভারত। কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। লক্ষ্য স্থির রেখে আঘাত হানার ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা। বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জয় হিন্দ, এক্স হ্যান্ডলে পোস্ট করেছে ভারতীয় সেনা। বাসভবনে বসে গোটা অপারেশনে নজরদারি চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থল, নৌ এবং বায়ু সেনা, তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেন রাজনাথ সিং।






















