ডায়মন্ড হারবারে চার মহিলাকে শ্লীলতাহানি মত্ত দুষ্কৃতীদের
ফিরছিলেন বিয়ে বাড়ি থেকে। ডায়মন্ড হারবারের নদীর পাড়ে একই পরিবারের ৭ জন নামে টোটো থেকে। ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি কী ঘটতে চলেছে। পরিবারের চার মহিলাকে সেখানেই কটূক্তি করে দুষ্কৃতীরা। প্রতিবাদ করলে মত্ত অবস্থায় হঠাৎই চড়াও হয় তারা।
কলকাতা: মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাদের কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠল ডায়মন্ড হারবারে। গতকাল রাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, বিয়েবাড়ি ফেরত চার মহিলাকে কটূক্তি করে চার দুষ্কৃতী। প্রতিবাদ করায় তারা চড়াও হয়। শ্লীলতাহানির পাশাপাশি, মহিলাদের কাছ থেকে সোনার গয়না ছিনতাই করা হয় বলে অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।
ফিরছিলেন বিয়ে বাড়ি থেকে। ডায়মন্ড হারবারের নদীর পাড়ে একই পরিবারের ৭ জন নামে টোটো থেকে। ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি কী ঘটতে চলেছে। পরিবারের চার মহিলাকে সেখানেই কটূক্তি করে দুষ্কৃতীরা। প্রতিবাদ করলে মত্ত অবস্থায় হঠাৎই চড়াও হয় তারা। ওই পরিবারের কর্তা মেহবুব আলম চুলের মুটি ধরে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই পরিবারের সদস্যদের অভিযোগ মহিলাদের গলার হার, কানের দুলও ছিনতাই করা হয়েছে।
উল্লেখ্য, দিনকয়েক আগে এমনই এক ঘটনার সাক্ষী থেকেছিল খাস কলকাতা। গত রবিবার দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির ছাত্রী, মায়ের সঙ্গে স্কুটিতে চেপে টিউশন সেরে ফিরছিল। বালিগঞ্জ আইটিআইয়ের কাছে, তাদের স্কুটার খারাপ হয়ে যায়। মা ও মেয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ম্যান্ডেভিলা গার্ডেনস এবং সুইনহো লেনের মুখে তাঁদের সাহায্যের অছিলায় এগিয়ে আসে ২ বাইক আরোহী যুবক। কয়েক পা গিয়েই ওই যুবকরা, ছাত্রীর কাঁধে থাকা, তাঁর মায়ের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ, ছাত্রী বাধা দিলে, তাঁকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইবাজ যুবক। এই ঘটানায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।