COIVD-19 Lockdown: সংক্রমণ বৃদ্ধির জের, দুই জেলায় লকডাউন ঘোষণা মহারাষ্ট্র সরকারের
পাশাপাশি বৃহন্মুম্বই পুরসভাও মুম্বইয়ের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। যারা কোভিড বিধি মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মাস্ক পরতে হবে। কোনও ব্যক্তিকে সিনেমা হল, জিম বা অনুষ্ঠান সহ যে কোনও জায়াগায় মাস্ক ছাড়া দেখা গেলে ব্যবস্থা নেবে প্রশাসন।
মুম্বই: মহারাষ্ট্রে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এবার রাজ্যের দুই জেলায় জারি করা হল লকডাউন। বিদর্ভ অঞ্চলের দুই জেলা যবৎমাল ও অমরাবতীতে লকডাউন জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। এদিন করোনার নতুন গাইডলাইন প্রকাশ করেছে বৃহন্মুম্বই পুরসভা।
ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে রাজ্যজুড়ে। যা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। রাজ্য সরকার জানিয়েছে-
১. যবৎমালে গতকাল রাত থেকে আগামী দশ দিন লকডাউন থাকবে।
২. যবৎমালে ২৮ তারিখ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকছে। পঞ্চম থেকে নবম শ্রেণির পঠনপাঠন বন্ধ থাকবে।
৩. ধর্মীয়স্থান খোলা থাকলেও মানতে হবে কোভিড বিধি।
৪. বিয়েতে নিমন্ত্রিতের সর্বোচ্চ সংখ্যা হবে পঞ্চাশ।
৫. শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন থাকবে অমরাবতী জেলায়।
৬. লকডাউনে বন্ধ থাকবে অমরাবতীর বাজার।
৭. জরুরি পরিষেবা অব্যাহত থাকবে।
৮. রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল, রেস্তোরাঁ।
৯. সুইমিং পুল, ইন্ডোর গেম বন্ধ থাকবে।
১০. ধর্মীয়স্থানে সর্বোচ্চ ৫ জন ঢুকতে পারবেন।
পাশাপাশি বৃহন্মুম্বই পুরসভাও মুম্বইয়ের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। যারা কোভিড বিধি মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মাস্ক পরতে হবে। কোনও ব্যক্তিকে সিনেমা হল, জিম বা অনুষ্ঠান সহ যে কোনও জায়াগায় মাস্ক ছাড়া দেখা গেলে ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, ৫০ জন নিয়ে অনুষ্ঠান করা যাবে। ৫০ শতাংশ পর্যন্ত জমায়েত করা যাবে হোটেল, রেস্তোরাঁয়। পাশাপাশি ব্রাজিল থেকে যারা ফিরবে তাঁদের সাত দিন কোয়ারান্টিনে থাকতে হবে।