এক্সপ্লোর
৮ই থেকে ফের ভারত-ব্রিটেন বিমান পরিষেবা,করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে যাত্রীকে,আর কী কী বিধি, পড়ুন
এই পরিস্থিতিতে কী কী বিধি মানত হবে যাত্রীদের? কী কী নিয়ম মানবে বিমান সংস্থাগুলি? এই নিয়ে একাধিক বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: আগামী ৮ জানুয়ারি থেকে ফের ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা ফের শুরু হতে চলেছে। নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের আবহেই শুরু হচ্ছে এই পরিষেবা। এই পরিস্থিতিতে কী কী বিধি মানত হবে যাত্রীদের? কী কী নিয়ম মানবে বিমান সংস্থাগুলি? এই নিয়ে একাধিক বিধি জারি করেছে কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে-
১. যাত্রী করোনা নেগেটিভ কি না তা নিশ্চিত করতো হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে যাত্রীকে।
২. ভারতে পৌঁছানোর পর প্রত্যেককে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
৩. পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
৪. প্রত্যেক যাত্রীকে আগের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানাতে হবে।
৫. ৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত যারা ভারতে ফিরবেন তাঁদের সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে এই ফর্ম পূরণ করে বিমানবন্দরের অনলাইন পোর্টালে জমা দিতে হবে।
৬. ৩০ জানুয়ারি রাত পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে করোনার নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যায় ব্রিটেনে। যা ভাইরাসের অন্য স্ট্রেনের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ব্রিটেনে কোভিড-১৯ এর নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যাওয়ার পর গত ২৩ ডিসেম্বর ভারত ব্রিটেনগামী ও ব্রিটেন থেকে উড়ান সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল কেন্দ্র। গতকাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী ঘোষণা করেন আগামী ৮ জানুযারি থেকে বিমান পরিষেবা শুরু হবে ভারত এবং ব্রিটেনের মধ্যে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এক সপ্তাহে উড়ানের সংখ্যা হবে প্রতিটি বিমান পরিবহণ সংস্থার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫। ২৩ জানুয়ারি পর্যন্ত দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ থেকে ব্রিটেনে বিমান ওঠানামা করবে। তবে প্রত্যেক বিমান পরিবহন সংস্থার ক্ষেত্রে উড়ানের সংখ্যা ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে হবে ১৫।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement