Fuel Price Hike: জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি, প্রতিবাদে রাস্তায় নামলেন রাহুল গাঁধী
কংগ্রেস সাংসদের অভিযোগ, দেশের মানুষের থেকে টাকা নিয়ে তা কয়েকজন শিল্পপতির হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই কারণেই লাগাতার এভাবে পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
নয়াদিল্লি: জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) প্রতিবাদে রাস্তায় নামলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। আজ দিল্লির (Delhi) বিজয়চকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তিনি। তাঁর অভিযোগ, দেশের মানুষের থেকে টাকা নিয়ে তা কয়েকজন শিল্পপতির হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই কারণেই লাগাতার এভাবে পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
In the last 10 days, petrol and diesel price have been increased 9 times. We demand that the rising prices should be brought under control. Congress party is holding nationwide protests on this issue today: Congress MP Rahul Gandhi, in Delhi pic.twitter.com/8AB8NusLC4
— ANI (@ANI) March 31, 2022
এদিন তিনি বলেন, “গত ১০ দিনে ৯ বার পেট্রোল-ডিজেলের বেড়েছে। যার প্রভাব সবথেকে বেশি পড়ছে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের উপর। আমাদের দাবি এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। অতীতে জ্বালানির এই রকম মূল্য বৃদ্ধি হয়নি।‘’ জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতেই আজ দেশজুড়ে প্রতিবাদ দেখাচ্ছে কংগ্রেস।
৫ রাজ্যের ভোট মিটে যেতেই, প্রায় রোজ বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। ট্যুইটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, "নরেন্দ্র মোদির দুর্বল শাসনের অন্ধকার দিন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দাঁড়ি টানতে হবে, বসতে হবে বৈঠকে। সাধারণ মানুষের দুঃখকষ্টকে বুঝতে হবে। প্রিয় প্রধানমন্ত্রী, সময় যে ফুরিয়ে এল, একটা কোনও সমাধান খুঁজে আনুন।''
কলকাতায় সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। কলকাতায় এই প্রথম লিটারপ্রতি পেট্রোলের দাম ১১১ টাকা পার করল। এর আগে, তেসরা নভেম্বর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১০ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ ভয়ঙ্কর রেকর্ড গড়ল পেট্রোল!হু হু করে বাড়ছে ডিজেলের দামও। আরও ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হচ্ছে ১১১ টাকা ৩৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম আরও ৮০ পয়সা বেড়ে দাঁড়াচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা। সবমিলিয়ে গত ১০ দিনে ৯ বার বাড়ল পেট্রোপণ্যের মূল্য।
আরও পড়ুন: Mamata Banerjee: মোমো বানালেন মমতা, দার্জিলিংয়ে নিজের হাতেই বানালেন এই জনপ্রিয় ডিশ