(Source: ECI/ABP News/ABP Majha)
Ganesh Chaturthi 2021: মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশ, দেশের একাধিক রাজ্যে তুঙ্গে গণেশ চতুর্থীর প্রস্তুতি
মহারাষ্ট্রের অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী। এর মধ্যে মুম্বইয়েই প্রত্যেক বছর খুব ধুমধাম করে ৬০০০ গণেশ মূর্তির পুজো করা হয়।
নয়াদিল্লি: চলতি সপ্তাহের শুক্রবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। আর সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে তুঙ্গে প্রস্তুতি। মহারাষ্ট্রের প্রধান পুজো। তবে মহারাষ্ট্র ছাড়াও, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। ১০ দিনের পুজো শেষ হবে ২১ সেপ্টেম্বর।
মহারাষ্ট্রের অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী। এর মধ্যে মুম্বইয়েই প্রত্যেক বছর খুব ধুমধাম করে ৬০০০ গণেশ মূর্তির পুজো করা হয়। মারাঠি প্রশাসক ছত্রপতি শিবাজী মহারাজ এই উৎসবের প্রচলন করেন। অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার একটি গ্রাম। যেখানে একটি প্রসিদ্ধ বিনায়ক মন্দির রয়েছে। প্রতিবছর গণেশ চতুর্থীতে মন্দিরে বার্ষিক পুজো হয়। একুশ দিনের এই পুজোতে প্রতিদিন বিনায়ক দেবকে নিয়ে যাত্রা করা হয়। স্থানীয় একটি লেক থেকে প্রতিদিন সিদ্ধিদাতাকে জল দেওয়া হয়।
রাজধানী দিল্লিতে সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধনের গণেশ পুজোর আয়োজন করা হয়। গণেশ পুজোর আয়োজন করা হয় নেতাজি সুভাষ এলাক, পীতমপুরা, দিল্লির মিনি স্টেডিয়াম, লক্ষ্মী নগর, শ্রী বিনায়ক মন্দির মার্গ, সরোজিনী নগরের মতো এলাকায়। বেঙ্গালুরুতে পঞ্চমুখ হেরম্ব গণপতি মন্দির, অনন্ত নগর গণপতি মন্দির, শ্রী জম্বু গণপতি মন্দিরে। সারা রাজ্যে মহা সমারোহে এই পুজো করা হয়। দক্ষিণের এই জেলাতেও বিখ্যাত গণেশ পুজো। মাটি এবং দুধ দিয়ে মূর্তি তৈরি করা হয়। পূর্ব ফোর্টে এই পুজোর আয়োজন করা হয়। শঙ্কুমুগম এলাকায় বিনায়ক দেবের মূর্তি নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা নাচ, গানে অংশ নেন। সঙ্গে থাকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2021 : বাড়িতেই কীভাবে পরিবেশ-বান্ধব গণেশ মূর্তি তৈরি করবেন ?
গণেশ পুজোতেও থিমে জীবিকাকে প্রাধান্য দেওয়া হয় চেন্নাইয়ে। যেমন- মৎসজীবী রূপে পুজো করা হয়। পঞ্চমৃত যেমন, ঘি, গুড়, লাড্ডুর মতো জিনিস ব্যবহার করা হয়। মূর্তি তৈরি করা হয় পরিবেশ বান্ধব রং দিয়ে। ভারতের অন্যতম সেরা গণেশ চতুর্থী উৎসব উদযাপিত হয় পুনেতে। বলা হয় পেশোয়াদের শাসনকালে এই উৎসব বিশাল আকার ধারণ করে পুনেতে।
বিনায়ক চতুর্থীর দিন গণপতি নবরাত্রি শুরু হয় হায়দরাবাদে। এই উৎসব শেষ হয় অনন্ত চতুর্দশীতে। প্রায় ৭৫ হাজারেরও বেশি প্যান্ডেল তৈরি হয়।বিভিন্ন মণ্ডপে বিভিন্ন আকার আকৃতির গণেশ মূর্তি পুজো করা হয়। মাপুসার বিখ্যাত গণেশপুরি ও খাণ্ডোলায় গণেশ মন্দিরে ধুমধাম করে পুজো করা হয়। গণপতিপুলে মহারাষ্ট্রের কঙ্কন উপকূলের রত্নগিরির এক ছোট্ট শহর। গণপতিপুলের সয়ম্ভূ গণপতি মন্দির প্রায় ৪০০ বছর পুরনো। প্রত্যেক বছর এই সময়ে ওই মন্দিরে ভক্তসমাগম হয়।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: শনির দৃষ্টিতে ভস্ম হয়েছিল মুণ্ড! কোন অভিশাপের ফল ভুগতে হয়েছিল গণেশকে?