Ram Mandir: ভিড়ের চাপে ভয়াবহ পরিস্থিতি! বন্ধ রাখা হল রামলালার দর্শন, রাম মন্দির দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা
গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক জড়ো হয় রাম মন্দিরে।
অযোধ্যা: ভিড়ের চাপে আপাতত বন্ধ রাখা হল রামলালার দর্শন। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে সকালে গাড়ি চলতে দিলেও পরে বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন সাধু-সন্ত থেকে সাধারণ মানুষ। বেসামাল হয়ে পড়ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে বারাাবাঁকি পুলিশের আবেদন, অযোধ্যায় আজ আর কেউ যাবেন না !
প্রাণপ্রতিষ্ঠার পর, আজ থেকে সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে শুরু করে। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক জড়ো হয় রাম মন্দিরে।
রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। নতুন রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন কাল থেকেই । সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মন্দির খোলা রাখার কথা ছিল । জনস্রোত সামলাতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এরমধ্যে ভোরে মন্দিরে হয় আরতি।
কিন্তু ভিড় এত বেশি হয়ে যায়, কোনওরম অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দিতে হয় দর্শন।
আরও পড়ুন : রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।
#WATCH | Uttar Pradesh: People break through security at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya.
— ANI (@ANI) January 23, 2024
The Pran Pratishtha ceremony was done yesterday at Shri Ram Janmabhoomi Temple. pic.twitter.com/vYEANsXQkP
ঠিক কী হয়েছে?
রাজকীয় উদ্বোধনের পরের দিনই রাম মন্দির দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা। অযোধ্যায় ভোররাত থেকে লাইন, মন্দির খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। দড়ি দিয়ে মন্দিরে জনস্রোত সামলাতেও বেসালাম পুলিশ-প্রশাসন। হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি, ভিড়ের চাপে কয়েকজন অসুস্থও হয়ে পড়ে। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি দর্শনার্থী মন্দিরে ঢুকতে পেরেছেন বলে সূত্রের খবর। পরিস্থিতি সামলাতে গর্ভগৃহে যান উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্য সচিব। পরিস্থিতি সামলাতে রাম লালার গর্ভগৃহে উত্তরপ্রদেশের স্পেশাল ডিজি। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এমনটাই জানা গিয়েছে।