এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতকে হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন মোদি: জর্স সোরোস
দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন ধনকুবের জর্জ সোরোস। মোদি ছাড়াও বিশ্বের আরও অনেক নেতার সমালোচনা শোনা গিয়েছে তাঁর ভাষণে। এরমধ্যে তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন মোদির বিরুদ্ধে।
নয়াদিল্লি: দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন ধনকুবের জর্জ সোরোস। মোদি ছাড়াও বিশ্বের আরও অনেক নেতার সমালোচনা শোনা গিয়েছে তাঁর ভাষণে। এরমধ্যে তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন মোদির বিরুদ্ধে। বিশেষ করে ভারতে সিএএ-এনআরসি বিতর্ক নিয়ে মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। সোরোসের অভিযোগ, ভারতের মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করছেন মোদি।
সমগ্র বিশ্বজুড়ে জাতীয়তাবাদের ক্রমবর্দ্ধমান দাপটের নিন্দা করতে গিয়ে সোরোস ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা শুরু করেন। তাঁর অভিযোগ, জাতীয়তাবাদের এই ধারার বদল তো দূরের কথা, বরং ২০১৯-এ তা নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদির পুণর্নির্বাচন ভারতকে খাদের মুখে ঠেলে দিয়েছে বলেও তিনি দাবি করেছেন । গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী দেশকে ‘হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রে’ পরিণত করতে চাইছেন বলেও তাঁর অভিযোগ।
এই প্রসঙ্গে তিনি কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপের কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারার বিলোপ ঘটানো হয়েছে। এরফলে ভারতের গণতন্ত্র ধাক্কা খেয়েছে বলে তাঁর দাবি।
মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনকে বিপজ্জনক অ্যাখ্যা দিয়ে দাবি করেছেন, এরফলে দেশের মুসলিম জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারেন। প্রস্তাবিত এনআরসি-র প্রসঙ্গ উল্লেখ করে তাঁর অভিযোগ, ‘লক্ষ, লক্ষ মুসলিমকে তাঁদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছেন মোদি’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement