এক্সপ্লোর
'দিল্লিকে ইসলামিক রাষ্ট্র হওয়ার হাত থেকে বাঁচাতে' বিজেপিকে ভোট দেওয়ার আবেদন গিরিরাজ সিংহের
গিরিরাজ আরও লেখেন, ‘দিল্লির মানুষ জানেন, কারা শাহিন বাগের পাশে আছে, কারা হিন্দুস্তানের পক্ষে। এবার দিল্লি বিজেপির পক্ষে রায় দেবে।’

নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের দিন ফের বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। দিল্লিবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, রাজধানীকে ইসলামিক রাষ্ট্র হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে গেরুয়া শিবিরকেই ভোট দেওয়া দরকার। ট্যুইটার হ্যান্ডেলে বেগুসরাইয়ের সাংসদ বলেন, ‘দিল্লিকে ইসলামিক রাষ্ট্র হওয়ার হাত থেকে বাঁচাতে বিজেপিকে ভোট দিন।’ তিনি আরও লেখেন, ‘শাহিন বাগের আন্দোলনকারীরা অরবিন্দ কেজরীবালের সমর্থনে নেমেছেন। দিল্লিবাসীর কাছে আমার আবেদন, শাহিন বাগকে রুখে দিতে, দিল্লিকে ইসলামিক অঞ্চল হওয়ার হাত থেকে বাঁচাতে বেরিয়ে আসুন। বিজেপিকে ভোট দিন।’ গিরিরাজ আরও লেখেন, ‘দিল্লির মানুষ জানেন, কারা শাহিন বাগের পাশে আছে, কারা হিন্দুস্তানের পক্ষে। এবার দিল্লি বিজেপির পক্ষে রায় দেবে।’
शाहीन बाग समर्थक केजरीवाल को वोट करने निकले हैं ।
मेरी दिल्ली वालों से अपील है कि अगर शाहीन बाग को रोकना है ..दिल्ली को इस्लामिक स्टेट बनने से बचाना है तो बाहर निकल कर भाजपा को वोट करें। pic.twitter.com/lg1ZQxJNIm
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 8, 2020
অন্যদিকে দিল্লি ভোটের একদিন আগেই গিরিরাজ সিংহ সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে টাকা ও মদ বিলি করার অভিযোগ তোলেন আপ নেতা সঞ্জয় সিংহ। তিনি বলেন, ভোটের প্রচারের সময় উত্তেজক ভাষণ দিয়ে বিজেপি তো নির্বাচনী বিধিভঙ্গ করেছেই, এবার টাকা ও মদ বিলি করছেন গিরিরাজ সিংহ ও অন্যান্য বিজেপি নেতারা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















