Go First Airways: ব্যাঙ্ক, সরকারি কোষাগার থেকেও ঋণ, বাজারে সাড়ে ১১ হাজার কোটির দেনা, শোধ করতে অক্ষম Go First
Go First Bankruptcy:নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে তারা।
নয়াদিল্লি: প্রথমে দু’দিনের সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত। তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা। বিমান সংস্থা Go First-এর সিদ্ধান্তে হতবাক গ্রাহক থেকে বিনিয়োগকারীরা। এমনকি বেসামরিক বিমান পরিষেবা সংস্থা (DGCA)-কেও আগে থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। এ বার জানা গেল, বাজারে সবমিলিয়ে ১১ হাজার ৪৬৩ কোটি টাকা দেনা রয়েছে Go First-এর (Loan Defaulter)।
নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে তারা। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে। সেই আবেদনে যে হিসেব দেখিয়েছে তারা, তাতেই ১১ হাজার ৪৬৩ কোটি টাকা দেনার উল্লেখ রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ব্যাঙ্ক, অর্থনৈতিক সংস্থা, ব্যবসায়ী এবং বিমান ভাড়া দেয় যে সমস্ত সংস্থা, তাদের কাছ থেকে এই টাকা ধার নিয়েছে Go First.
এই মুহূর্তে Go First-এর মোট সম্পত্তির পরিমাণ যা, তা বিক্রি করেও দেনা শোধ করা সম্ভব নয় বলে জানা গিয়েছে। উড়ান পরিষেবা সচল রাখতেও একাধিক সংস্থার কাছ থেকে বিপুল টাকা ধার নিয়েছে Go First. সেই টাকাও শোধ করতে পারেনি তারা। সেই বাবদও ৩ হাজার ৮৬২ কোটি টাকা ধারবাকি রয়েছে তাদের। ,
আরও পড়ুন: Go First Airways: জেট এয়ারওয়েজের পর Go First, নিজেদের দেউলিয়া ঘোষণা আরও এক বিমান সংস্থার
ইতিমধ্যেই ঋণদাতারা সেই নিয়ে Go First-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে। ইজারা বাতিল করেছে বেশ কিছু সংস্থা। লেটার্স অফ ক্রেডিট জমা দিয়ে যাদের কাছ থেকে ঋণ সংগ্রহ করেছিল Go First, তারা সেই সমস্ত চিঠিও সামনে আনতে শুরু করেছে। এখনও পর্যন্ত ছ'টি লেটার্স অফ ক্রেডিট সামনে এসেছে।
অর্থনৈতিক সঙ্কটের জেরেই পরিষেবা বাতিল করতে হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে Go First. কিন্তু তারা যে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চলেছে, আগে ভাগে টের পায়নি কেউই। বুধবারই সংস্থার শেয়ারে পতন দেখা যায়। বনিয়োগকারীদের কাছে তাদের ৬ হাজার ৫২১ কোটি টাকা ধার রয়েছে।
আরও পড়ুন: Summer Scalp Care: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস
যে সমস্ত ব্যাঙ্ক এবং সংস্থার কাছ থেকে টাকা ধার নিয়েছে Go First, সেই তালিকায় রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, IDBI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডয়েচে ব্য়াঙ্ক, ব্য়াঙ্ক অফ বরোদাও। কনসর্টিয়ামের অধীনে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদার কাছ থেকেই মোট ১ হাজার ৩০০ কোটি টাকা করে ঋণ নিয়েছে Go First. IDBI থেকে নেওয়া ঋণের পরিমাণ তুলনায় অনেক কম, ৫০ কোটি টাকা। যদিও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, Go First-এর থেকে মোট ২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে তাদের।
Go First নিজেদের দেউলিয়া ঘোষণা করতেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার ৪ শতাশং পড়ে গিয়েছে। ব্যাঙ্ক অফ বরোদার শেয়ার পড়েছে ২.৮০ শতাংশ। IDBI এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে যথাক্রমে ১ এবং ০.৭৯ শতাংশ পতন দেখা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সরকারের এমার্জেন্সি ক্রেডিট স্কিম থেকেও ১ হাজার ২৯২ কোটি টাকা ধার নিয়েছে Go First. করোনার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতে এই প্রকল্পের সূচনা করে কেন্দ্র। এর আওতায়, কোনও সংস্থা ব্য়াঙ্ক থেকে ঋণ নিলে, তার গ্যারান্টার হয় কেন্দ্র।