(Source: ECI/ABP News/ABP Majha)
Dog Breeds Banned: একাধিক কুকুরের প্রজাতিকে নিষিদ্ধ ঘোষণা! বড় ঘোষণা কেন্দ্রের
India Govt Banned Dog Breeds: ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্র।
নয়া দিল্লি: সম্প্রতি ভারতে বেশ কিছু ঘটনাকে শিরোনামে এসেছে যেখানে দেখা গিয়েছে কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে পথচারি থেকে শিশুদের। ২০২৩ সালে হিংস্র কুকুর নিয়ে সরকারকে আলোচনা করে, পদক্ষেপ নিতে বলেছিল আদালত, এরপরই নড়েচড়ে বসেছিল কেন্দ্র। এবার নাগরিক সংগঠন, পশু প্রেমী সংগঠনগুলির সঙ্গে কথা বলে সরকার জানিয়েছে, হিংস্র জাতের কুকুর বিক্রি, প্রজনন ও আমাদানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে।
ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্র। বেশ কয়েকটি হিংস্র প্রজাতি যেমন- পিটবুল, রটওয়েইলার, টেরিয়ার, ম্যাস্টিফ এবং তাঁদের ক্রস প্রজাতিগুলির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই কুকুরের প্রজাতিগুলি যে কেবল বিপজ্জনক তাই-ই নয়, এঁদের আক্রমণে মানুষের মৃত্যুও হতে পারে। পিটবুল নিয়ে বার বারই নানা অভিযোগ ওঠে। পিটবুলের হানায় আহত হয়েছেন এমন নানা ঘটনা রয়েছে।
ইকোনমিক টাইমস-এর একটি রিপোর্ট অনুসারে, স্থানীয় সংস্থা এই ধরনের 'নিষিদ্ধ' কুকুরের প্রজাতি বিক্রি বা প্রজননের থেকে বিরত থাকতে বলা হয়েছে। যারা ইতিমধ্যেই এই নিষিদ্ধ কুকুরের মালিক তাদের জন্য তাদের পোষা প্রাণীদের বংশবিস্তার রোধ করার জন্য তাদের জীবাণুমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। রাস্তায় এই ধরনের কুকুর বের করে সমস্যা হতে পারে। এই কুকুরের সঙ্গে অন্য় কোনও প্রজাতির শংকর প্রজাতি করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আরও পড়ুন, একটুকরো বাটার চিকেন কাড়ল প্রাণ! যুবকের মর্মান্তিক মৃত্যুতে উঠছে প্রশ্ন
পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA) ইন্ডিয়ার আপিল এবং দিল্লি হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের পরে, মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রকের যুগ্ম সচিব ওপি চৌধুরী রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্থানীয় সংস্থাগুলিকে অনুরোধ করেছে, পশুপালন দপ্তর, নিশ্চিত করার জন্য যে কোনও লাইসেন্স বা অনুমতি জারি করা না হয়। প্রাণীসম্পদ কমিশনারের সভাপতিত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটিও এ ধরনের কুকুরের জাত আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে