জম্মু-কাশ্মীরের উন্নয়নে ৫ কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে মন্ত্রিগোষ্ঠী গঠন করল কেন্দ্র
সেপ্টেম্বরের শুরুতেই একটি বৈঠক করবে নবনির্মিত মন্ত্রিগোষ্ঠী।

নয়াদিল্লি: ৫ অগাস্ট বাতিল হয়েছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ। সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই অনুচ্ছেদ বিলোপে সম্মতি আদায় করে নিয়েছে এনডিএ। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনে (২০১৯) স্বাক্ষর করে দিয়েছেন রাষ্ট্রপতিও। যার ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা আর থাকল না। বরং এই রাজ্য দ্বিখণ্ডিত হয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ- এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মপ্রকাশ করল। আগামী ৩১ অগাস্ট থেকেই তা কার্যকর হবে। এই পরিস্থিতি জম্মু-কাশ্মীরের উন্নয়নকে পাখির চোখ করে ৫ কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করল কেন্দ্রের সরকার।
আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী থবর চন্দ গহলৌত, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, প্রধানমন্ত্রীর দফতর বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে তৈরি হয়েছে এই মন্ত্রিগোষ্ঠী। উপত্যকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেবিষয়েই কাজ করবে এই হাইপ্রোফাইল মন্ত্রিগোষ্ঠী।
সূত্রের খবর সেপ্টেম্বরের শুরুতেই একটি বৈঠক করবে নবনির্মিত মন্ত্রিগোষ্ঠী। ভূ-স্বর্গের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ই ওই বৈঠকে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।






















