এক্সপ্লোর
Advertisement
লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ৪২৯ কোটি টাকা আয় রেলের, গরিব ভারতবাসীর কষ্ট থেকেও মুনাফা করছে সরকার! ট্যুইট ইয়েচুরির
সমাজকর্মী অজয় বোস তথ্য জানার অধিকার আইনে পেশ করা আবেদন মারফত যে তথ্য পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে, ২৯ জুন পর্যন্ত, যখন মোট ৪৬১৫টি ট্রেনের অধিকাংশই চালানো হয়েছে, রেল আয় করেছে ৪২৮ কোটি টাকা। আর জুলাইয়ে ১৩টি ট্রেন চালিয়ে বাড়তি প্রায় ১ কোটি টাকা পেয়েছে রেল।
নয়াদিল্লি: লকডাউনে দেশের নানা শহর থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেলমন্ত্রক শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ৪২৯ কোটি টাকা আয় করেছে বলে রিপোর্ট উদ্ধৃত করে কেন্দ্রকে কটাক্ষের সুরে সীতারাম ইয়েচুরি ট্যুইট করলেন, সরকার গরিব ভারতবাসীর কষ্ট থেকে মুনাফা উসুল করছে!
Profiting out of misery of poor Indians is Modinomics where the rich cronies get loan waivers for lakhs of crores. The approach, attitide and antics of this government are utterly shameful and condemnable. https://t.co/zwAVoY7DUM
— Sitaram Yechury (@SitaramYechury) July 25, 2020
সিপিএম সাধারণ সম্পাদক লিখেছেন, গরিব ভারতবাসীর দুর্দশা থেকে মুনাফা করাই হল মোদিনমিক্স বা মোদির অর্থনীতি যেখানে পছন্দের ধনী লোকজনের লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হয়। সরকারের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আচরণ চরম লজ্জাজনক, নিন্দার।
সরকারি পরিসংখ্যানে প্রকাশ, রেলের শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে ২১৪২ কোটি টাকা খরচ হয়েছে, আয় হয়েছে মাত্র ৪২৯ কোটি।
সমাজকর্মী অজয় বোস তথ্য জানার অধিকার আইনে পেশ করা আবেদন মারফত যে তথ্য পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে, ২৯ জুন পর্যন্ত, যখন মোট ৪৬১৫টি ট্রেনের অধিকাংশই চালানো হয়েছে, রেল আয় করেছে ৪২৮ কোটি টাকা। আর জুলাইয়ে ১৩টি ট্রেন চালিয়ে বাড়তি প্রায় ১ কোটি টাকা পেয়েছে রেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement