এক্সপ্লোর
করোনা পরিস্থিতি নিয়ে টেলিফোনে সমীক্ষা করবে সরকার, প্র্যাঙ্কস্টারদের সম্পর্কে সজাগ থাকার আর্জি
একই ধরনের সমীক্ষার নামে অন্য কোন নম্বর থেকে কল এলে বা প্র্যাঙ্কস্টারদের সম্পর্কে সজাগ থাকারও কথা বলা হয়েছে।

নয়াদিল্লি:করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে সমীক্ষা করবে সরকার। মঙ্গলবার এ ব্যাপারে ঘোষণা করা হয়েছে। ফোন কলের মাধ্যমে এই সমীক্ষা চালানো হবে। ‘১৯২১’ নম্বর থেকে লোকজনের মোবাইলে ফোন করা হবে। সরকার সাধারণ মানুষকে এই সমীক্ষায় অংশ নেওয়ার আর্জি জানিয়েছে। একইসঙ্গে ‘১৯২১’ নম্বর ছাড়া অন্য কোনও নম্বর থেকে ফোন এলে প্র্যাঙ্কস্টারদের সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (এনআইসি), ভারত সরকার। মহারাষ্ট্র পিআইবি ট্যুইটে একটি বিবৃতি জারি করে বলেছে, সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে, এটি প্রকৃত সমীক্ষা এবং কোভিডের লক্ষ্মণের প্রাদুর্ভাব ও ছড়িয়ে পড়া সম্পর্কে মতামত সংগ্রহের ক্ষেত্রে ‘১৯২১’ নম্বর থেকে ফোন এলে সমীক্ষায় সার্বিকভাবে যোগদানের আর্জি জানানো হচ্ছে। একইসঙ্গে একই ধরনের সমীক্ষার নামে অন্য কোন নম্বর থেকে কল এলে বা প্র্যাঙ্কস্টারদের সম্পর্কে সজাগ থাকারও কথা বলা হয়েছে। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে ২১ দিনের লকডাউনের মেয়াদ গত ১৪ এপ্রিল ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















