Gujarat News: গুজরাতে ১৬ জন মন্ত্রীর ইস্তফা, মুখ্যমন্ত্রী বাদে সকলেই পদত্যাগী, কালই রদবদল মন্ত্রিসভায়
Gujarat Cabinet Reshuffle: বৃহস্পতিবারই ভূপেন্দ্রর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন গুজরাতের ১৬ জন মন্ত্রী

আমদাবাদ: মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের জল্পনা চলছিলই। সেই আবহেই গুজরাতের রাজনীতিতে বড় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বাদে মন্ত্রিসভার অন্য সব সদস্যই ইস্তফা দিলেন। ১৬ জন মন্ত্রী নিজ নিজ পদত্যাগপত্র পাঠিয়েছেন ভূপেন্দ্রকে। রদবদলের পর তাঁদের মধ্যে কত জন মন্ত্রী থাকেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। (Gujarat News)
বৃহস্পতিবারই ভূপেন্দ্রর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন গুজরাতের ১৬ জন মন্ত্রী। শুক্রবার গাঁধীনগরে মহাত্মা মন্দিরে মন্ত্রিসভার রদবদল সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, আজ বিকেলের মধ্যেই সকলকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলা হয়েছিল। একমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রই নিজ পদে আসীন রয়েছেন। (Gujarat Cabinet Reshuffle)
All 16 ministers submit resignations to Gujarat Chief Minister Bhupendra Patel ahead of cabinet expansion: state BJP sources. pic.twitter.com/p9GDMs6EeU
— Press Trust of India (@PTI_News) October 16, 2025
যে ১৬ জন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে আটজন পূর্ণমন্ত্রী, দুই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ছয় জন প্রতিমন্ত্রী রয়েছেন। স্থানীয় নির্বাচন এবং ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার এই রদবদলকে বিজেপি-র ‘কৌশলী’ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
২০২১ সাল থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র। মন্ত্রীরা পদত্যাগ করলে আজ তাঁদের সঙ্গে বৈঠকও করেন তিনি। ইতিমধ্যেই পদত্যাগী মন্ত্রীরা সরকারি দফতর খালি করতে শুরু করেছেন বলে খবর। আজই রাজ্যপাল আচার্য দেবরতের সঙ্গে দেখা করবেন ভূপেন্দ্র। নতুন মন্ত্রীদের তালিকা জমা দেবেন তিনি। গুজরাতের রাজ্যপাল দেবরত মহারাষ্ট্রেরও রাজ্যপাল। তিনি আজ রাতেই গাঁধীনগর পৌঁছচ্ছেন বলে জানা গিয়েছে।
STORY | All 16 ministers in Gujarat submit resignations to CM Patel ahead of cabinet expansion
— Press Trust of India (@PTI_News) October 16, 2025
A day ahead of the planned cabinet expansion in Gujarat, all 16 ministers except Chief Minister Bhupendra Patel resigned on Thursday, BJP sources said.
READ | https://t.co/oKTnsvyFAH pic.twitter.com/zGrWww5SKa
এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, নকুন মন্ত্রিসভায় ২২-২৩ জন মন্ত্রী রাখার ভাবনা ভূপেন্দ্রর। পদত্যাগী মন্ত্রীদের মধ্যে চার-পাঁচজনকে রেখে দেওয়া হতে পারে। শুক্রবার নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি-র সব বিধায়ককে গাঁধীনগরেই থাকতে বলা হয়েছে। তবে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে রাজ্য বিজেপি-র সভাপতি জগদীশ বিশ্বকর্মা মন্ত্রী হতে পারবেন না বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আবারও উপ মুখ্যমন্ত্রী পদটি চালু করা হতে পারে বলে খবর। উপ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন হর্ষ সাংভি, কুঁওয়ারজি হালপতি।






















