PM Degree Defamation Case: প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ আদালতের
PM Narendra Modi Degree Defamation Case: আগামী ১৩ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে গুজরাত আদালত।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর ডিগ্রি সম্পর্কে তাদের "ব্যঙ্গাত্মক" এবং "অসম্মানজনক" বক্তব্যের অভিযোগ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহকে হাজির হওয়ার নির্দেশ আদালতের। আগামী ১৩ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে গুজরাতের আদালত।
হাজিরার নির্দেশ আদালতের: দিল্লির মুখ্যমন্ত্রী এবং সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গুজরাত বিশ্ববিদ্যালয়। গত ৭ জুন আম আদমি পার্টির দুই নেতাকে মেট্রোপলিটন আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন আদালতে আম আদমি পার্টির নেতাদের আইনজীবী উপস্থিতির অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি অভিযোগ সম্পর্কিত নথিও চেয়েছেন।
আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড






















