Gujarat Results 2022: মোদির রাজ্যে গেরুয়া ঝড়, চলতি সপ্তাহেই শপথ গ্রহণ গুজরাতে
Gujarat Election Results 2022: গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।
নয়াদিল্লি: টানা সাতবার ভোটে জিতে মোদির রাজ্যে তিন দশক ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি (BJP)। ৮০ শতাংশের বেশি আসনে জিততে চলছে পদ্ম ব্রিগেড। গুজরাতের ইতিহাসে সবচেয়ে শোচনীয় ফল কংগ্রেসের। ১০ বা ১১ ডিসেম্বর গুজরাতে শপথগ্রহণ। শপথে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হতে পারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।
তিন দশক ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি: গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের (Congress) ভোটপ্রাপ্তির হার ২৭ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সন্ধে ৬টায় বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ৮টা থেকে শুরু হয় গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোট গণনা। গণনার প্রথম ৪ ঘণ্টা পর স্পষ্ট হয় জয়ের ট্রেন্ড। ইঙ্গিত মেলে ফের কুর্সিতে বসবে বিজেপিই। দেখা যায় গুজরাতে কংগ্রেসের তুলনায় বিজেপির প্রাপ্ত ভোট জমিন, আসমান ফারাক। গুজরাতে ১৮২টি আসনের মধ্যে ১৫৪টি আসনে রেকর্ড ভোটের ব্যবধানে এগিয়ে পদ্ম। এর আগে ২০০২ সালে ১২৭টি আসনে জয়লাভ করে বিজেপি। সেই রেকর্ড ভাঙল ২০ বছর পর। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ১২৭। তার আগে ১৯৮৫ সালে ১৪৯ আসনে জিতেছিল কংগ্রেস।
মোদির রাজ্যের গেরুয়া ঝড়: ১৮২ আসনের গুজরাত বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয়। গত ১ এবং ৫ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার মোট ৩৭ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েথে। আঞ্চলিক দলগুলি থাকলেও, এ বারে গুজরাতে মূলত বিজেপি-কংগ্রেস-আপ— ত্রিমুখী লড়াই। বুথফেরত সমীক্ষায় যদিও বিজেপি-রই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। এদিন জয়ের ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় সেলিব্রেশন। গেরুয়া আবিরে উদযাপন শুরু দলীয় কর্মী সমর্থকদের। উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। বাদ্যি বাজিয়ে নাচের তালে পা মেলান কর্মী সমর্থকরা। জয়ের ইঙ্গিত মিলতেই শঙ্খ বাজিয়ে বিজয় উৎসবেও সামিল হন কেউ কেউ। মহিলা কর্মীরা গাঁধীনগরে নাচের ছন্দে পা মেলান এদিন।