Gujarat News: "সমুদ্রের জল ফুটছে " ! গুজরাত উপকূলের কাছে রহস্য, কীভাবে উঠছে ওই বুদবুদ ? আশঙ্কায় প্রশাসন
Gujarat Mysterious Boiling Phenomenon : গুজরাত উপকূলের কাছে সমুদ্রের জলে বুদবুদ ! আশঙ্কায় প্রশাসন, ঘুম উড়ল মৎস্যজীবীদেরও

নয়াদিল্লি: গুজরাত উপকূলের কাছে সমুদ্রের জলে রহস্য ! সমুদ্র মন্থনের কথা কে না শুনেছে। তবে দিনে দুপুরে যদি সেই পরিস্থিতি ফিরে আসে দেশের সমুদ্র উপকূলে, গা ছমছম করে বৈকি। মূলত, গুজরাতের উপকূলীয় অঞ্চলে আরব সাগরের সমুদ্রের জলে মন্থন এবং বুদবুদ লক্ষ্য করা গিয়েছে। সোমবার, পালঘর জেলার সরকারি আধিকারিকরা এই খবর সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে বলে খবর। এদিকে এই খবর পেতেই কপালে ভাজ মৎস্যজীবীদের।
মৎসজীবীদের রেকর্ড করা ভিডিও-তে সমুদ্রের জলে উত্তাল অবস্থা দেখতে পাওয়া গিয়েছে। দেখে হঠাৎ করে মনে হতেই পারে , সমুদ্রের জল যেন ফুটছে। পালঘর জেলার বিপযয় মোকাবিলা টিমের প্রধান বিবেকানন্দ কদম এই ঘটনাটিকে অস্বাভাবিক বলেই উল্লেখ করেছেন। যা নিয়ে যত দ্রুত সম্ভব পরীক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছেন। তবে সমুদ্রতল থেকে গ্যাস নির্গমণ, ভূতাত্ত্বিক কার্যকলাপ বা সমুদ্রের তলদেশের পাইপলাইন থেকে লিক করার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বলেই পিটিআই-কে জানিয়েছেন তিনি।






















