Samik On SIR : "গালে নয়, জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে..", সুপ্রিম কোর্টের SIR নির্দেশে অভিষেকের প্রতিক্রিয়ার পাল্টা শমীক-অধীর
SIR SC On EC Samik On Abhishek: সুপ্রিম কোর্টের SIR নির্দেশের পর কী প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলগুলির?

কলকাতা: ৩ দিনের মধ্যে 'লজিকাল ডিসক্রিপেন্সি' বা 'তথ্য়গত অসঙ্গতি'র তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারের অনুমতি সাপেক্ষে BLA-ও ঢুকতে পারবেন শুনানি কেন্দ্রে। SIR মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এদিকে 'সুপ্রিম' নির্দেশের পর তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের SIR নির্দেশের পর কী প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলগুলির?
আরও পড়ুন, ফর্ম ৭ জমার শেষ দিনে দিকে দিকে ধুন্ধুমার, সময় বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি BJP-র
গালে নয়, জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে : বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে, সেটা দেখা যাচ্ছে, এক পিতার, ১০০ ছেলেমেয়ে। কোথা থেকে আবার ধৃতরাষ্ট্র এসেছে, তাঁকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলও ২-রা যদি ভিতরে যায়, তাহলে বিজেপির প্রতিনিধি ভিতরে থাকবে। এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না, সেটা সময় বলবে। উত্তেজনা তো ছড়িয়েই আছে। বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কী করবে, সেটার দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলারও বিষয়, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো আর গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে।'
পুরো রায়টা খতিয়ে দেখব : বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,' পুরো রায়টা খতিয়ে দেখব। একজন নাগরিক হিসেবে এটুকু আমি মনে করি, প্রত্যেক নাগরিকেরই এই অধিকার থাকা উচিত, তাঁকে হিয়ারিঙে ডাকার কারণ হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন, সেগুলি জানবার। সেক্ষেত্রে কারওই অসুবিধা থাকা উচিত নয়।'অপরদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আমার তো ইলেকশন কমিশনের কাছে, এই দাবি করছি যে, ঝঞ্জাট মেটাও। আমাদের অধিকার দাও।
আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব : অভিষেক বন্দ্যোপাধ্যায়
মূলত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে, চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার-ভোটাধিকারও কেড়ে নিতে চেয়েছে। তাঁদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।






















