এক্সপ্লোর
Advertisement
মৃত্যুর পরেও ৫ জনকে নতুন প্রাণ দিল গুজরাতের এই আড়াই বছরের ছেলে
আড়াই বছরের ওই শিশুর নাম যশ ওঝা। পড়শির বাড়ি খেলার সময় তিনতলা থেকে পড়ে যায় সে।
রাজকোট: মাত্র আড়াই বছর ছিল তার আয়ু। কিন্তু বাবা মা ঠিক করেন, অকালমৃত পুত্রকে তাঁরা বাঁচিয়ে রাখবেন অন্য ছেলেমেয়ের মধ্য দিয়ে। ছেলের শরীরের ৫টি অঙ্গ দান করেছেন তাঁরা। তাতে নতুন জীবন পেয়েছে ৫টি ছেলেমেয়ে, এদের মধ্যে রয়েছে রাশিয়া ও ইউক্রেনের ২ জন।
আড়াই বছরের ওই শিশুর নাম যশ ওঝা। পড়শির বাড়ি খেলার সময় তিনতলা থেকে পড়ে যায় সে। মাথায় প্রচণ্ড চোট লাগে, রক্ত জমাট বেঁধে যায়। ব্রেন ডেথ হয় তার। তার বাবা, পেশায় সাংবাদিক সঞ্জীব ওঝা ঠিক করেন, তার অঙ্গপ্রত্যঙ্গ দান করে দেবেন। ডোনেট লাইফ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তাঁরা দান করেন ছেলের হৃদপিণ্ড, ফুসফুস, দুটি কিডনি, যকৃৎ ও চোখদুটি। তার হৃদপিণ্ড পায় রাশিয়ার এক ৪ বছরের শিশু, ফুসফুস পায় ইউক্রেনের একটি ছেলে। কিডনিদুটি পেয়েছে আমদাবাদের ১৪ ও ১৭ বছরের দুই কিশোরী, লিভার ভাবনগরের এক ২ বছরের শিশু। চোখের কর্নিয়াদুটি দান করা হয়েছে লোকদৃষ্টি চক্ষু ব্যাঙ্কে।
এমনই এক ঘটনায় রাজস্থানের জয়পুরের এক ১৫ বছরের ব্রেন ডেড কিশোরের পরিবারের লোক তার হৃদপিণ্ড, যকৃৎ ও কিডনি দান করেছেন। তাতে প্রাণ পেয়েছেন ৪ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement