Gurmeet Devina: 'চৌধুরী জুনিয়র আসছে', সোশ্যাল মিডিয়ায় সুখবর গুরমিত-দেবিনার
সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন নিজেরাই। পরিবারে আসছে জুনিয়ার চৌধুরী। দুই থেকে তিন হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
![Gurmeet Devina: 'চৌধুরী জুনিয়র আসছে', সোশ্যাল মিডিয়ায় সুখবর গুরমিত-দেবিনার Gurmeet Devina: Actress Debina Bonnerjee shares her pregnancy news with a cute massage Gurmeet Devina: 'চৌধুরী জুনিয়র আসছে', সোশ্যাল মিডিয়ায় সুখবর গুরমিত-দেবিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/e05ba39d882cafd01af605c438dffda1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন নিজেরাই। পরিবারে আসছে জুনিয়ার চৌধুরী। দুই থেকে তিন হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
আজ সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন দেবিনা। কালো পোশাকে দাঁড়িয়ে আছেন দেবিনা, ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প। পাশে দেবিনাকে আগলে দাঁড়িয়ে গুরমিত। ক্যাপশানে দেবিনা লিখেছেন, ' দুই থেকে ৩ হওয়ার পথে। চৌধুরী জুনিয়র আসছে। সবার আশীর্বাদ চাই।'
বাঙালি এই কন্যার প্রেমেই মজেছিলেন মুম্বইয়ের অভিনেতা গুরমিত চৌধুরী। ১০ বছর পেরিয়ে সেই গুরমিতের প্রেমেই এখন মুম্বইবাসী বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তাঁরা। শহরে পা দিয়ে বাঙালি মতে বিয়েও সারেন তাঁরা। এখানেই শেষ নয়, অনুরাগীদের আরও একটি সুখবর দিয়েছেন এই জুটি। ১১ বছর পর পর্দায় ফের রোম্যান্স করবেন এই রিয়েল লাইফ কাপল।
প্রেম, তারপর দিয়ে। হামেশাই অনুরাগীদের 'কাপল গোল' দিয়ে থাকেন এই জুটি। তবে কেবল বাস্তব জীবনে নয়, একবার ফের পর্দায় জুটি বাঁধবেন এই রিয়েল লাইফ কাপেল। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করবেন তাঁরা। 'শুভ বিজয়া' নামের এই রোম্যান্টিক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: পছন্দ শীতকাল, মায়ের হাতের রান্না, র্যাপিড ফায়ারে 'মিমি'জ সিক্রেট'
কলকাতার মেয়ে দেবিনার প্রেমে পড়েছিলেন গুরমিত। সেইসময় দেবিনা অভিনয় করছেন, সঙ্গে মডেলিংও। গুরমিত নিজেও অভিনয় করছিলেন সেইসময়। বাকিটা কেবলই রোম্যান্সে মোড়া প্রেমের গল্প। ভালোবাসার টানেই দেবিনা আপাতত মুম্বইবাসী। পুজোর আগে প্রিয় মানুষকে শহরে পা রেখেছিলেন এই বাঙালি কন্যা। আর তাই প্রিয় মানুষকে কলকাতার রাস্তার আসল অনুভূতি দিতে দেবিনা তাঁকে কখনও নিয়ে গিয়েছিলেন রাস্তার ধারের চায়ের দোকানে। সেখানে নিজে হাতেই চা ঢেলে নিচ্ছেন গুরমিত। আবার কখনও দুজনে পোজ দিয়েছিলেন কলকাতার হলুদ ট্যাক্সির সামনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)