Mimi Chakraborty: পছন্দ শীতকাল, মায়ের হাতের রান্না, র্যাপিড ফায়ারে 'মিমি'জ সিক্রেট'
Mimi Chakraborty: সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'মিমি'জ সিক্রেট' (Mimi's Secret)। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নিতেন তিনি।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'মিমি'জ সিক্রেট' (Mimi's Secret)। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নিতেন তিনি। বেশ কিছুদিন পর ফের নিজের আরও একটি ছোট্ট সিক্রেট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি একটি র্যাপিড ফায়ার রাউন্ড খেলেছেন।
আজকের শেয়ার করে নিয়েছেন তাঁর ছোট্ট ছোট্ট পছন্দ অপছন্দের কথা। প্রথমেই মিমিকে প্রশ্ন করা হচ্ছে তিনি পাহাড় ভালোবাসেন না সমুদ্র? একটু ভেবে মিমি উত্তর দিচ্ছেন, সমুদ্র। এরপর মিমিকে প্রশ্ন করা হচ্ছে, এরপর তাঁকে প্রশ্ন করা হয় তিনি সিনেমা দেখতে ভালোবাসেন নাকি বই পড়তে? মিমি উত্তর দেন, নির্ভর করছে আমার মনের ওপর। এরপরের প্রশ্ন, অর্ডার করে খাওয়া নাকি মায়ের হাতের রান্না? হাসতে হাসতে মিমি উত্তর দেন, 'আমার মা রান্না করে না। করতে মায়ের হাতের রান্নাই। নাহলে অর্ডার করে খাওয়া।' এরপর দেখা যায়, মাটিতে বসে বিরিয়ানী অর্ডার করছেন মিমি। শেষ প্রশ্ন, ' গরম না শীত'? মিমি উত্তর দেন, 'অবশ্যই ঠাণ্ডা।'
আরও পড়ুন: গানের সুরে 'গহেরাইয়াঁ', মুক্তি পেল 'বেকাবু'
অন্যদিকে, সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা 'স্মল টক আইডিয়াস' ঘোষণা করেছিল মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার প্রযোজনায় এটি প্রথম বাংলা ফিচার ছবি। যার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছবিটি মুক্তি পাবে ৬ মে, ২০২২-এ।
'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।