Hajj Death: তীব্র গরমের জের, হাজারের বেশি হজ যাত্রীর মৃত্যুর কথা জানাল সৌদি আরব
Mecca News: মক্কায় হজ করতে গিয়ে গরমের জেরে এখনও পর্যন্ত হাজার জনের বেশি তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানাল সৌদি আরবের প্রশাসন। মৃত্যুর সংখ্যা নিয়ে মিশরের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েনও শুরু হয়েছে।
রিয়াধ: হজ করতে গিয়ে তীব্র গরমের জেরে এখনও পর্যন্ত হাজারের বেশি তীর্থযাত্রীর মৃত্যু (Hajj Death) হয়েছে বলে রবিবার সরকারিভাবে জানাল সৌদি আরবের (Saudi Arabia) প্রশাসন। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার সৌদি আরবের প্রশাসনিক আধিকারিক সরকারিভাবে জানিয়েছেন যে এখনও পর্যন্ত হজ করতে এসে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি তীর্থযাত্রীর।
এদিকে মৃতের সংখ্যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে মিশর ও সৌদি আরব সরকারের। হজ করতে এসে যত মিশরীয়র মৃত্যু হয়েছে সৌদি সরকারিভাবে সেই সংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই মিশর সরকারের তরফে হজ যাত্রায় গিয়ে তাদের ৩১ জন নথিভুক্ত যাত্রীর পুরনো রোগের কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু, সৌদি আরবে যাওয়া অন্য হজ যাত্রীদের মৃত্যু নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সরকারিভাবে জানাতে অসমর্থ মিশর সরকারের এক মন্ত্রী সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, হজে গিয়ে এখনও পর্যন্ত তাঁদের দেশের কমপক্ষে ৬৩০ জন তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে। যার বেশিরভাগের কথা মক্কার এমার্জেন্সি কমপ্লেক্সে নথিভুক্তও করা হয়েছে। মৃতের সংখ্যার কথা স্বীকার করে মিশরের একজন কূটনৈতিক জানান মৃতদের বেশিরভাগকে সৌদি আরবে কবর দেওয়া হয়েছে।
সৌদি আরব প্রশাসন সূত্রে খবর, তাদের পক্ষ থেকে অনুনোমদিত তীর্থযাত্রীদের মক্কায় আসা আটকানোর জন্য অভিযান চালানো হয়। যার জেরে ১০ হাজার মানুষকে আটকানো গেছে। যার মধ্যে বেশিরভাগই মিশরীয়। যাঁদের মধ্যে কিছু মানুষ পায়ে হেঁটে মিশর থেকে মক্কায় হজ করতে এসেছিলেন। অনুনোমদিত হজ যাত্রীরা কোনও হোটেলে না থাকায় গরম থেকে বাঁচার কোনও পথ পাননি।
রবিবার সৌদি প্রশাসনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬টি ট্রাভেল এজেন্সি হজযাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। ওই সংস্থাগুলি মক্কা যাওয়ার অনুমতি না থাকলেও সৌদি আরবে ভিসা নিয়ে আসা পর্যটকদের অবৈধভাবে সেখানে হজ করতে নিয়ে গেছিল। তাদের বিরুদ্ধ তদন্ত শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Giorgia Meloni : G-7 সম্মেলনের পরেই ইন্টারনেটে ঝড় তুলেছে মেলোনির এই পুরনো ভিডিও ! দেখে নিন