এক্সপ্লোর
Advertisement
আজ সোনু সুদের জন্মদিন, সাইক্লোনকে বাড়ি পাঠানো থেকে বৈবাহিক সমস্যা সমাধান, বারবার টুইটারে ঝড় তুলেছেন তিনি
আজ সোনুর জন্মদিন। ৪৭-এ পড়েছেন তিনি। বলিউড তাঁকে যে জনপ্রিয়তা দিতে পারেনি, তাই দিয়েছে মানুষের পাশে স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই এসে দাঁড়ানো।
মুম্বই: করোনা লকডাউনের সময় কিছুটা অপ্রত্যাশিতভাবেই দুর্গতদের পাশে এসে দাঁড়ান ‘ভিলেন’ সোনু সুদ। দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের অর্থে বাড়ি ফিরিয়েছেন তিনি, এমনকী বিদেশে আটকে পড়া ভারতীয়দেরও দেশে ফিরিয়ে এনেছেন। পাশাপাশি একই দক্ষতায় সোশ্যাল মিডিয়ায় সামলেছেন মজার সব উপরোধ।
আজ সোনুর জন্মদিন। ৪৭-এ পড়েছেন তিনি। বলিউড তাঁকে যে জনপ্রিয়তা দিতে পারেনি, তাই দিয়েছে মানুষের পাশে স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই এসে দাঁড়ানো। দেখুন টুইটারে তাঁর কিছু চমকপ্রদ হাজির জবাব-
এক মহিলা লকডাউনে ২ মাস ধরে স্বামীর সঙ্গে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সোনুকে তিনি অনুরোধ করেন, হয় স্বামীকে অন্যত্র নিয়ে যেতে অথবা তাঁকে মায়ের কাছে রেখে আসতে। জবাবে সোনু বলেন, তাঁর প্ল্যান আরও ভাল, চলুন, দুজনকেই গোয়া পৌঁছে দিই।
I have a better plan .. let me send both of you to Goa😂 What say? https://t.co/XbYNFWWflK
— sonu sood (@SonuSood) May 31, 2020
এক মহিলা লকডাউনে বিউটি পার্লার যেতে পারছিলেন না বলে অস্থির হয়ে পড়েছিলেন। সোনুকে বলেন, আড়াই মাস পার্লার যাইনি, একটা কিছু ব্যবস্থা করুন। সোনু বলেন, সালোঁ গিয়ে করবেনটা কী, সালোঁর লোকজনকে তো তাঁদের গ্রামে রেখে এসেছি। যদি তাঁদের গ্রামে গিয়ে হাজির হতে চান, আমাকে জানাবেন।
Salon जाकर क्या करोगे। salon वाले को तो मैं उसके गाँव छोड़ के आ गया। 😂 उसके पीछे पीछे उसके गाँव जाना है तो बोलो ? 😂 https://t.co/5Xrim4um5l
— sonu sood (@SonuSood) May 27, 2020
এক অনুরাগী আবার মদের দোকানে যেতে চেয়েছিলেন। সোনু বলেন, ভাই, তোমাকে ঠেক থেকে ঘরে পৌঁছে দিতে পারব আমি, দরকার পড়লে জানিও।
भाई मैं ठेके से घर तक तो पहुँचा सकता हूँ । ज़रूरत पड़े तो बोल देना 😂 https://t.co/tneToRoEXn
— sonu sood (@SonuSood) May 24, 2020
আর একজন বলেছিলেন, দাদা, বান্ধবী বিহারে আছে, দেখা করিয়ে দিন। সোনুর মজার ছলে জবাব, কদিন দূরে থাক ভাই। তোমার প্রেমের পরীক্ষা হয়ে যাবে।
थोड़े दिन दूर रह के देख ले भाई .. सच्चे प्यार की परीक्षा भी हो जाएगी । 😂 https://t.co/mD7JEMgD3q
— sonu sood (@SonuSood) May 25, 2020
সাইক্লোন নিসর্গ আছড়তে পড়তে পারে আশঙ্কায় মাঝে সরগরম হয়েছিল মুম্বই। একজন একটি মিম শেয়ার করেছিলেন, তাতে লেখা ছিল, সোনু নিসর্গের জন্য অপেক্ষা করছেন, যাতে তাকে বাড়ি ফেরত পাঠাতে পারেন। ইসকো ভি ছোড় কর আতা হুঁ, জবাবে লেখেন সোনু।
इसको भी छोड़ कर आता हूँ 😂 https://t.co/49YikOu1fz
— sonu sood (@SonuSood) June 3, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement