Haryana News: ফার্মহাউসে নিয়ে গিয়ে বন্ধুর গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে খুনের অভিযোগ ! গ্রেফতার ২; তল্লাশি বাকিদের
Crime News: অভিযোগ অনুযায়ী, ১৭ মে সকাল চার বন্ধু মনোজকে একটি ফার্মহাউসে নিয়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাঁকে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়।

ফরিদাবাদ : গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে বন্ধুকে খুনের অভিযোগ। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদাবাদের সেক্টর ৫৮ এলাকার ঘটনা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, স্থানীয় সঞ্জয় কলোনি এলাকার বাসিন্দা মনোজ চৌহান। তাঁকে চার বন্ধু- অতিন্দর, কার্তিক, সন্দীপ ও রাহুল মিলে খুন করেছে বলে অভিযোগ। চার জনেরই বয়স ৩০ বছরের নীচে। একটি ফার্মহাউসে স্নান করছিলেন মনোজ। সেই সময় এই ঘটনা ঘটে।
অভিযোগ, ওই চার বন্ধু মিলে মনোজের গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে দেয়। এরপর উচ্চ চাপে জল ছেড়ে দেয়। যার জেরে মনোজের শরীরের অভ্যন্তরে মারাত্মক আঘাত লাগে। পরে একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মনোজের ভাই আনন্দ চৌহানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সেক্টর ৫৮ থানায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৭ মে সকাল চার বন্ধু মনোজকে একটি ফার্মহাউসে নিয়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাঁকে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়ার সময় তারা জানায়, মনোজের শারীরিক অবস্থা খারাপ রয়েছে।
ঘটনার পর সঞ্জয় কলোনি এলাকার বাসিন্দা অভিযুক্ত সন্দীপ ও রাহুল ওরফে কাবুতরকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত অতিন্দর ও কার্তিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, তারা মনোজের বন্ধু। ১৬ মে রাতে তারা একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। পরের দিন ফ্রেশ হওয়ার জন্য তারা ডাম্পিং ইয়ার্ডের কাছে একটা ফার্মহাউসে গিয়েছিল। ঘটনার সময়, সন্দীপ মনোজকে ধরেছিল। সেইসময় সাবমার্সিবল থেকে আসা জলের একটি পাইপ মনোজের গোপনাঙ্গে ঢুকিয়ে দেয় রাহুল। জলের তীব্র গতি থাকায় শরীরে অভ্যন্তরে মারাত্মক আঘাত পান মনোজ। এরপর বন্ধুর মনোজকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
গত মার্চ মাসে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভাড়া বাড়িতে রান্না নিয়ে বিরোধের জেরে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে তার রুমমেটকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সুধীর শর্মা, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তার বন্ধুকে দেশি ও বিদেশি মদের মিশ্রণ খাইয়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম নেত্রাম শর্মা। বয়স ৩২ বছর। তিনি ফারুখাদাবাদের বাসিন্দা। মাসখানেক আগে গাজিয়াবাদে খোডা থানা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সুধীর শর্মার সঙ্গে থাকছিলেন তিনি। কিন্তু সপ্তাহখানেক ধরে নেত্রামকে দেখা যাচ্ছিল না। বেপাত্তা ছিল সুধীরও। ২১ মার্চ ওই ঘর থেকে পচা-দুগর্ন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে নেত্রামের পচাগলা দেহ উদ্ধার করে।






















