এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনায় মৃত হাজারো মানুষকে শ্রদ্ধা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
টুইটারে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, হু-র এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার সম্মান পেয়ে আমি ও আমার দেশ উভয়েই আপ্লুত। করোনায় মৃত হাজার হাজার মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র ৩৪ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জাপানের হিরোকি নাকাতানির স্থলাভিষিক্ত হলেন তিনি।
টুইটারে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, হু-র এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার সম্মান পেয়ে আমি ও আমার দেশ উভয়েই আপ্লুত। করোনায় মৃত হাজার হাজার মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
After assuming charge as Chairman of @WHO Executive Board, I said my country & I are deeply moved to have been bestowed with this honour.
I also paid homage to those hundreds of thousands who have lost their lives due to #COVIDー19@MoHFW_INDIA #EB147 @DrTedros @WHOSEARO pic.twitter.com/mEVgrk56YT
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 22, 2020
তিনি বলেছেন, আমি জানি, যে সময়ে এই পদে আমি এলাম, তখন বিশ্বজুড়ে অতিমারীর দাপট চলছে। আগামী ২০ বছরে বহু স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলির এক সঙ্গে মোকাবিলা জরুরি। এক্সিকিউটিভ বোর্ডের মূল কাজ হল হেলথ অ্যাসেম্বলি-র সিদ্ধান্ত ও নীতিগুলিকে প্রণয়ন করা, এ ব্যাপারে পরামর্শ দেওয়া ও কার্যে পরিণত করা। গত বছর হু-র দক্ষিণ পূর্ব এশিয়া গোষ্ঠী সর্বসম্মতভাবে ভারতের প্রার্থীকে এক্সিকিউটিভ বোর্ডে নির্বাচিত করে। এ মাস থেকে ৩ বছরের জন্য তাঁর সময়কালের মেয়াদ। এরপর মঙ্গলবার ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ১৯৪টি সদস্য দেস ভারতীয় প্রার্থীকে এক্সিকিউটিভ বোর্ডে মনোনীত করার প্রস্তাবে স্বাক্ষর করে।
হু-র এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর মনোনীত সদস্যকে রোটেশনের ভিত্তিতে নির্বাচিত করা হয়। গত বছরই ঠিক হয়, এবারপ ভারতীয় প্রার্থী এই পদে বসবেন। এটা পূর্ণ সময়ের কাজ নয়, স্বাস্থ্যমন্ত্রীকে শুধু এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকগুলির নেতৃত্বদান করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement