Heatwave in Delhi: রাজধানীতে রেকর্ড তাপমাত্রা, দিল্লিতে এবার ৫০ ছুঁইছুঁই পারদ
Heatwave Update: এ বছরের মার্চ থেকেই তাপপ্রবাহ চলছে দিল্লিতে। এপ্রিলে হয় আরও তিনটি তাপপ্রবাহ।
নয়া দিল্লি: তাপদাহ নিয়ে দিল্লিতে (Delhi) কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়ার অফিস। সেখানে বলা হয়েছে, দিল্লির তাপমাত্রা (Temperature) পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সে সব পূর্বাভাস পেরিয়ে এদিন রেকর্ড তাপমাত্রা রাজধানীতে। শুক্রবার দিল্লির নজফগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। আশঙ্কা করা হচ্ছিল আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকবে। কিন্তু সে সব পেরিয়ে প্রায় ৫০ ছুঁইছুঁই তাপমাত্রা।
এই পরিস্থিতিতে মানুষকে ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ বছরের মার্চ থেকেই তাপপ্রবাহ চলছে দিল্লিতে। এপ্রিলে হয় আরও তিনটি তাপপ্রবাহ। সাধারণভাবে যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয় এবং স্বাভাবিকের থেকে তা যদি ৪.৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
আরও পড়ুন, ইউরিয়ার পর ডিজেল, ফের শ্রীলঙ্কার পাশে ভারত
১৯৫১ সালের পর এই প্রথম দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। শনিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াতে। রবিবার তা প্রায় ৪৯ ডিগ্রি ছুঁল।
যদিও কিছুদিন আগেই আবহ বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। মনে করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি। উল্লেখ্য, চলতি বছরেই এপ্রিলের গড় তাপমাত্রা গত ১২২ বছরের তাপমাত্রার ইতিহাসে রেকর্ড গড়েছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, পূর্ব রাজস্থান ও তেলেঙ্গানার উত্তর অংশে তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এপ্রিলের শেষে হওয়া তাপপ্রবাহে দিল্লির বিভিন্ন অংশের তাপমাত্রা ৪৬ ও ৪৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। যেখানে দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেথানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি।