এক্সপ্লোর
Advertisement
স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা রুখতে আজ কড়া নিরাপত্তা সোনারপুর স্টেশনে
গতকালের ঘটনার পর, কমানো হয়েছে রেলের বগি। আজ চার বগির ট্রেন চালানো হচ্ছে।
সোনারপুর: রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিয়ে গতকাল তুমুল অশান্তির পর আজ সোনারপুর স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রেল কর্মীদেরই স্টেশনে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। অশান্তি এড়াতে গেটে মোতায়েন রয়েছে রেল পুলিশ।
করোনার জেরে লোকাল ট্রেন চলাচল এখন বন্ধ। এদিকে অফিস কাছারি খুলে গিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল বহু মানুষ স্পেশাল ট্রেনে উঠে পড়েন। সোনারপুর স্টেশনে তাঁদের নামিয়ে দেওয়ার চেষ্টা হলে তুলকালাম হয়। ক্ষিপ্ত জনতা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে, লাঠিচার্জ করে পুলিশ। ৫ জনকে গ্রেফতারও করা হয়।
গতকালের ঘটনার পর, কমানো হয়েছে রেলের বগি। আজ চার বগির ট্রেন চালানো হচ্ছে। প্রতিটি বগিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আরপিএফ, জিআরপি। এছাড়াও, সোনারপুর স্টেশনে বেশ কয়েকজন টিকিট পরীক্ষক রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement