Indian Missile: ভারতের অস্ত্রাগারে নতুন সংযোজন-'হেলিনা'
DRDO News: সফল ভারতের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হেলিনা। ভারতের মুকুটে নতুন পালক।
নয়াদিল্লি: ভারতের মুকুটে নতুন পালক। ফের কটার থেকে এক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। সফল ভারতের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হেলিনা (HELINA)। লাদাখে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে ওই মিসাইল ছোড়া হয়, লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত হানে মিসাইলটি। এই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) ভারতীয় প্রযুক্তিতে তৈরি।
Flight test of indigenously developed helicopter launched Anti-Tank Guided Missile ‘HELINA’ carried out from Advanced Light Helicopter at high-altitude ranges along with participation of Indian Army and Indian Airforce.@PMOIndia @DefenceMinIndia @SpokespersonMoD @adgpi @IAF_MCC pic.twitter.com/s1LmVTeZgy
— DRDO (@DRDO_India) April 11, 2022
কী এই মিসাইল?
নতুন এই মিসাইল বিশ্বের বিচারে অত্যন্ত আধুনিক প্রযুক্তির। বিশ্বের মধ্যে অন্যতম প্রথম সারির অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলগুলির মধ্যে এটি একটি। এটি একটি গাইডেড মিসাইল। ইনফ্রা রেজ ইমেজিং সিকার (Infrared Imaging Seeker)-এর মাধ্যমে এটি পরিচালিত হয়। এর নাম HELINA অর্থাৎ helicopter-based Nag missile. যেকোনও আবহাওয়ায় এটি ব্যবহারের উপযোগী। রাতেও এটি ব্যবহার করা যায়। যুদ্ধের সময় বা সংঘর্ষের সময় নিখুঁত নিশানায় শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে এটি। একাধিক ভাবে এটি ব্যবহার করা যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
কারা করেছে পরীক্ষা?
ডিআরডিও (DRDO), সেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে এই মিসাইলের পরীক্ষা হয়েছে। কতটা কার্যকর তা খতিয়ে দেখতেই এই পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় সফল হওয়ায় অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারে এই মিসাইল ইন্টেগ্রেশনের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরীক্ষায় সময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং ডিআরডিও-র উচ্চপদস্থ বিজ্ঞানীরা।
প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসা
হেলিনার সাফল্যের কারণে ডিআরডিও এবং সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
আরও পড়ুন: শান্তি ও স্থিতাবস্থা চায় ভারত, পাক প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা মোদির