![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hemant Soren Arrest: একদিনের জেল হেফাজতে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী
Hemant Soren Update: আর্থিক তছরুপের মামলায় গতকাল ইস্তফা দিতেই গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে
![Hemant Soren Arrest: একদিনের জেল হেফাজতে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী Hemant Soren Arrest Resigned Chief Minister of Jharkhand in one day jail custody Hemant Soren Arrest: একদিনের জেল হেফাজতে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/4a0bd4b6f9f0d1ec46f9d3deceaab248170678712427351_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: একদিনের জেল হেফাজতে ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী। ইডির গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)।
জেল হেফাজতে পদত্যাগী মুখ্যমন্ত্রী: প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় গতকাল ED-র হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। ED-র আধিকারিকদের বিরুদ্ধে তফসিলি জাতি, জনজাতি আইনে পাল্টা মামলা দায়ের করেছেন হেমন্ত সোরেন। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন। এদিন আইনজীবী কপিল সিব্বল সর্বোচ্চ আদালতে বিষয়টির উল্লেখ করেন। হেমন্তর আবেদন আগামীকাল শোনা হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৯-এর জমি দুর্নীতি মামলায় গতকাল হেমন্ত সোরেনকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার করে ED। তার আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। রাতে ED হেফাজতে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও ছেলে। এদিন সওয়াল জবাব পর্ব শেষে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
ইডি সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে নেমে একটি বড় চক্রের হদিস মেলে। জমি মাফিয়াদের পাশাপাশি কয়েক জন সরকারি আধিকারিক ও মিডলম্যানের নাম উঠে আসে। অভিযোগ, তাঁরাই নথিপত্র জাল করে একজনকে প্রতিরক্ষামন্ত্রকের জমির মালিক বানিয়েছিলেন। ইডি সূত্রে দাবি, পরে বিতর্কিত জমি বিক্রি করা হয় পশ্চিমবঙ্গের এক চা বাগানের মালিকের কাছে। তদন্তকারীরা জানতে পারে, জমির দাম ২০ কোটির বেশি হলেও তা বিক্রি হয়েছে মাত্র ৭ কোটিতে। অভিযোগ, নথিপত্র জাল করার কাজেও বিপুল অর্থের লেনদেন হয়েছিল। সেসব অভিযোগেই নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এই মামলায় এর আগে দশ বার ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়েছিল ইডি। যার মধ্যে ৯ বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গতকাল, দিনভর তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ইডি।
এদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে টানাপোড়েনের মাঝেই দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে JMM-কংগ্রেস-RJD জোট। সূত্রের খবর, রাঁচির সার্কিট হাউসে ছিলেন জোটের ৪৩ জন বিধায়ক। এদের মধ্যে কয়েকজন বিধায়ককে চার্টার্ড বিমানে হায়দরাবাদের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সরকার গঠনের জন্য রাজ্যপালের ডাকের অপেক্ষায় রাঁচিতেই থাকছেন পাঁচ জন বিধায়ক। এদের মধ্যে রয়েছেন JMM-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চম্পই সোরেন, কংগ্রেসের পরিষদীয় দলনেতা ও গ্রামোন্নয়নমন্ত্রী আলমগির আলম, RJD-র বিধায়ক ও শ্রমমন্ত্রী সত্যানন্দ ভক্ত, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বিধায়ক প্রদীপ যাদব ও CPIML-এর বিধায়ক বিনোদ সিংহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)