Mamata Banerjee:'মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে' ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
Mamata On Mahua: কৃষ্ণনগরে ফের তৃণমূলের প্রার্থী হবেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র? জল্পনা উস্কে ফের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Poll 2024) কৃষ্ণনগরে ফের তৃণমূলের প্রার্থী হবেন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র? শান্তিপুরের সভা থেকে ফের মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'মহুয়া মানুষের কথা বলতো বলে মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে মহুয়া মানুষের ভোটে আবার জিতে আসবে।'
মহুয়ার পাশে মমতা: মুর্শিদাবাদ থেকে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে সার্কিট হাউস থেকে বেরিয়ে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এরপর কৃষ্ণনগর থেকে সড়কপথে পৌঁছন শান্তিপুরে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। আর শান্তিপুরের সভা থেকে ফের একবার মহুয়া মৈত্র ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু, মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি। মানুষ এর উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন। আমার কিছু বলার নেই। মা-বোনেরা ভাল করে জানেন তিনি কী আর কী করে বেড়াচ্ছেন। কোনও কাজ নেই, কর্ম নেই। এবার কিন্ত আপনারা রানঘাটে আপনারা আমাদের সমর্থন দেবেন।''
টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে ৮ ডিসেম্বর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রথম এই নিয়ে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রিপোর্টে বহিষ্কৃত তৃণমূল সাংসদের একসময়ের বন্ধু, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের পাঠানো একটি চিঠিকে হাতিয়ার করে বলা হয়, সংসদে প্রশ্ন করার জন্য প্রখ্যাত ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা ও উপহার নিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। তার প্রমাণও পাঠিয়েছেন জয় অনন্ত দেহাদ্রাই। আরও বলা হয়, আইনজীবী হিসেব করে দেখেছেন, সাম্প্রতিক অতীতে পোস্ট করা ৬১টি প্রশ্নের মধ্যে যে ৫০টি প্রশ্ন সংসদে মহুয়া মৈত্র করেছেন, সেগুলি ব্যবসায়ী দর্শন হিনানন্দানিকে রক্ষা করা বা তার পক্ষে যায় এমন অথবা হিরানন্দানির বিজনেস রাইভাল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। চিঠিতে দেহাদ্রাইয়ের দাবি, তার সামনেই একাধিকবার টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন তোলা নিয়ে কথা হয়েছে মহুয়া মৈত্র ও ব্যবসায়ী হিরানন্দানির। ২০১৯-এর লোকসভার আগে মহুয়া মৈত্রকে ৭৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন দেহাদ্রাই। এছাড়াও অভিযোগ ওঠে, ২০২১-এর ২৫ ডিসেম্বর গোয়ায় ২ কোটি টাকা মহুয়া মৈত্রকে দিয়েছিলেন ব্যবসায়ী হিনানন্দানি। যদিও এই সমস্ত অভিযাগ অস্বীকার করেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে সিবিআই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee : গ্রেফতারির আশঙ্কা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্য়মন্ত্রীর