এক্সপ্লোর
Advertisement
লকডাউনে বাজার করতে চান জিওমার্ট থেকে? ৮টা জিনিস তার আগে জেনে নিন
এই মুহূর্তে জিওমার্ট শুরু হয়েছে শুধু নভি মুম্বই আর কল্যাণে।
নয়াদিল্লি: রিলায়েন্স আনতে চলেছে তাদের ই কমার্স প্ল্যাটফর্ম জিওমার্ট। গত সপ্তাহেই সংস্থা জানিয়েছে, গোটা দেশের বিশেষ কিছু শহরে জিওমার্টের পরীক্ষা শুরু হবে। জিওমার্ট এসে গেলে কড়া প্রতিযোগিতার মুখে পড়বে সুইগি, বিগ বাস্কেট, জোমাটো, গ্রোফার্সের মত অনলাইন মার্টগুলি।
আপনিও কি দৈনন্দিন বাজারের জন্য জিওমার্টে অর্ডার করতে চান? তার আগে জেনে নিন কিছু তথ্য।
১. এখনও পর্যন্ত জিওমার্টের জন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপ তৈরি হয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিনিসপত্রের অর্ডার দিতে হবে আপনাকে।
২. এই নম্বর হল +৯১ ৮৮৫০০ ০৮০০০। শুধু হাই লিখে পাঠিয়ে দিন। এরপর আপনার কাছে একটি লিঙ্ক আসবে, তার মাধ্যমে জিনিসপত্র অর্ডার করতে পারবেন।
৩. জিনিসের তালিকা তৈরি করে তবেই মেসেজ পাঠান। কারণ আধঘণ্টা পর এক্সপায়ার করে যাবে এই লিঙ্ক। আর আপনাকে ফের নতুন করে শুরু করতে হবে গোটা প্রক্রিয়া।
৪. অর্ডার দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জিনিসপত্র পৌঁছে দেবে জিওমার্ট।
৫. কিন্তু সুইগি, জোমাটোর মত জিওমার্ট আপনার বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেবে না। আসবে আপনার বাড়ির কাছের মুদির দোকানে, সেখান থেকে নিতে হবে সব কিছু। এখনও তারা বাড়ি বাড়ি ডেলিভারি চালু করেনি।
৬. এই মুহূর্ত অনলাইন পেমেন্টও করতে পারবেন না আপনি, ওই মুদির দোকানে গিয়েই পেমেন্ট করতে হবে।
৭. এই মুহূর্তে জিওমার্ট শুরু হয়েছে শুধু নভি মুম্বই আর কল্যাণে।
৮. এখন যেহেতু পরীক্ষা চলছে, তাই জিওমার্টে বেশি জিনিসপত্র আপনি পাবেন না। শুধু খাবারদাবার ও মুদিখানার কিছু জরুরি জিনিসপত্র মিলতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement