এক্সপ্লোর
Advertisement
লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধন বিল, দিল্লিতে উচ্ছ্বাস পাকিস্তান থেকে আসা হিন্দুদের
সোমবার দিনভর বিতর্কের পর বিলটি ৩১১-৮০ ভোটে লোকসভায় পাশ হয়েছে মধ্যরাতে। রাজ্যসভায় কাল সেটি পেশ হবে। সেখানে পাশ হলেই আইনে পরিণত হবে সেটি। বিরোধী শিবিরের নানা দল বিলের বিরোধিতায় মুখর। অসম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলেও বিলের বিরুদ্ধে ক্ষোভের আগুন ক্রমশ ছড়াচ্ছে।
নয়াদিল্লি: আইনে পরিণত হওয়ার লক্ষ্যে গতকাল একটি ধাপ পেরিয়েছে নাগরিকত্ব সংশোধন বিল, ২০১৯। লোকসভায় গতকাল মাঝরাতে পাশ হয়েছে বিলটি। বিলের উদ্দেশ্য পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিন প্রতিবেশী দেশের ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা অ-মুসলিমদের এদেশের নাগরিকত্ব দেওয়া। সোমবার দিনভর বিতর্কের পর বিলটি ৩১১-৮০ ভোটে লোকসভায় পাশ হয়েছে মধ্যরাতে। রাজ্যসভায় কাল সেটি পেশ হবে। সেখানে পাশ হলেই আইনে পরিণত হবে সেটি। বিরোধী শিবিরের নানা দল বিলের বিরোধিতায় মুখর। অসম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলেও বিলের বিরুদ্ধে ক্ষোভের আগুন ক্রমশ ছড়াচ্ছে। মঙ্গলবার নাগাল্যান্ড বাদে উত্তরপূর্বে ১১ ঘন্টার বনধ ডেকেছে সেখানকার ছাত্র সংগঠন সহ নানা গোষ্ঠী। তবে বিলের সমর্থনে উল্লাস প্রকাশ করতে দেখা গিয়েছে দিল্লিতে বসবাসকারী পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের। মজনু কা টিলা এলাকায় তাঁরা বিজয়োত্সব করেন বিল পাশ হওয়ার আনন্দে।
দেখুন সেই ছবি।
#WATCH Delhi: Hindu refugees from Pakistan living in Majnu-ka-Tila area celebrate passage of #CitizenshipAmendmentBill2019 in Lok Sabha. pic.twitter.com/eeCE7SmfGH
— ANI (@ANI) December 10, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement