বিছানার উপরেই চলছে রান্না! দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হুগলিতে চরম ভোগান্তি বাসিন্দাদের
কবে জলযন্ত্রণা কমবে এখন, সেই অপেক্ষাতেই রয়েছেন স্থানীয়রা...
হুগলি ও বাঁকুড়া: কোথাও হাঁটু সমান, কোথাও তার থেকে কম। দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হুগলির শ্রীরামপুরের নতুন মাহেশ, জীতেন লাহিড়ি রোডের একাংশ ও ডানকুনি ও উত্তরপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ড। কোথাও বাড়িতে ঢুকেছে জল। অগত্যা বিছানার উপরেই রান্না করতে বাধ্য হচ্ছেন অনেকেই।
স্থানীয়দের দাবি, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। সেই জল নামতে কমপক্ষে সাত দিন সময় লাগে। একই অবস্থা হুগলির ডানকুনি ও উত্তরপাড়ারও। সেখানেও বহু এলাকায় জল জমেছে। অনেকের বাড়িতেই জল ঢুকে গেছে। জল বের করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্রীরামপুর পুরসভা।
একই অবস্থা বাঁকুড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডেও। জলমগ্ন কানকাটা, মলেশ্বর ও কমলার মাঠ এলাকার বিস্তীর্ণ এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভা উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া পুরসভা।
সব মিলিয়ে কবে জলযন্ত্রণা কমবে এখন, সেই অপেক্ষাতেই রয়েছেন স্থানীয়রা।