এক্সপ্লোর
Advertisement
পরিকল্পনা, প্রবল জেদ, টিমওয়ার্ক-এই তিন মন্ত্রেই করোনাভাইরাসমুক্ত নিউজিল্যান্ড, বলছেন ক্রিকেটার জিমি নিশাম
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মিডিয়াকে বলেন, আমরা নিশ্চিত, এখনকার মতো নিউজিল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ নির্মূল করেছি, কিন্তু নির্মূলীকরণ হয়েছে, সময় ধরে বলা যায় না, এ এক লাগাতার প্রয়াস। এটা প্রায় নিশ্চিত যে আমরা এখানে ফের সংক্রমণ ঘটতে দেখব এবং আমি আবারও বলতে চাই এটা হবে।
অকল্যান্ড: তিন মাস বাদে অবশেষে সোমবার পুরোপুরি নোভেল করোনাভাইরাসমুক্ত ঘোষিত হল নিউজিল্যান্ড। শেষ করোনা রোগীটিও সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন বলে জানাচ্ছেন সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। আজকের দিনটিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ডে একটিও পজিটিভ বা অ্যাকটিভ করোনা সংক্রমণের ঘটনা নেই, গত ১৭ দিনে নতুন করে কোনও সংক্রমণের খবরও মেলেনি। সরকারের পরিবেশ বিজ্ঞান ও গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুসারে, অজ্ঞাত সূত্র থেকে ভাইরাস সংক্রমণের শেষ ঘটনাটি ৩০ এপ্রিলের।
স্বাভাবিক ভাবেই দেশ মারণ ভাইরাসের থাবা থেকে বেরিয়ে এসেছে, এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে নিউজিল্যান্ডবাসীর কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। আবার খেলার মাঠে লোকজন আসবে, ক্লাব-রেস্তোরাঁ-বার খোলার আশায় খুশিতে মশগুল ৫০ লক্ষ মানুষের দেশটি। তারই ঝলক মিলল কিউই ক্রিকেটার জিমি নিশামের ট্যুইটে।
Coronavirus free NZ! Congratulations everyone ????
Once again those great kiwi attributes: planning, determination and teamwork do the job ????
— Jimmy Neesham (@JimmyNeesh) June 8, 2020
তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে বিরাট সাফল্য অর্জনের পিছনে তিনটি কারণ উল্লেখ করেছেন-প্ল্যানিং, প্রবল জেদ ও টিমওয়ার্ক। এই তিন মন্ত্রেই দেশবাসী করোনা মোকাবিলায় সফল হলেন বলে তিনি মনে করছেন। দেশবাসীকেও অভিনন্দন জানিয়েছেন নিশাম।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মিডিয়াকে বলেন, আমরা নিশ্চিত, এখনকার মতো নিউজিল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ নির্মূল করেছি, কিন্তু নির্মূলীকরণ হয়েছে, সময় ধরে বলা যায় না, এ এক লাগাতার প্রয়াস। এটা প্রায় নিশ্চিত যে আমরা এখানে ফের সংক্রমণ ঘটতে দেখব এবং আমি আবারও বলতে চাই এটা হবে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা ব্যর্থ। এই ভাইরাসের এটাই বাস্তব, চরিত্র। কিন্তু যদি এবং যখন সেটা ঘটবে, তখন আমরা যেন তৈরি থাকি, এটা নিশ্চিত করতে হবে।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement