![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hul Diwas : ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র, সঙ্ঘবদ্ধ লড়াই, বিদ্রোহের অপর নাম 'হুল দিবস', জেনে নিন ইতিহাস
Hul Diwas 2023 : ঝাড়খণ্ডের পাশপাশি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতেও ৩০ জুন পালিত হয় হুল দিবস।
![Hul Diwas : ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র, সঙ্ঘবদ্ধ লড়াই, বিদ্রোহের অপর নাম 'হুল দিবস', জেনে নিন ইতিহাস Hul Diwas 2023 know importance Significance armed mutiny that rocked british rulers know in details Hul Diwas : ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র, সঙ্ঘবদ্ধ লড়াই, বিদ্রোহের অপর নাম 'হুল দিবস', জেনে নিন ইতিহাস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/29/eeb435507e51b22cf462915280a436cd168798075576852_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া : বিপ্লব। হুল। সাঁওতালিতে 'হুল'-র অর্থ বিদ্রোহ। কেউ কেউ প্রতিবাদ, লড়াইয়ের নিশানও বলেন। জাতিশত্রুদের বিরুদ্ধ সশস্ত্র অভিযান। নিজেদের ন্যায্য লড়াই ছিনিয়ে নেওয়ার ডাক। ৩০ জুন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, বলা ভাল দেশের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে নথিবদ্ধ। যা পালিত হয় হুল দিবস (Hul Diwas) হিসেবে।
১৮৫৫ সালের ৩০ জুন সিধু মুর্মু ও কানু মুর্মুর (সিধু-কানু) ডাকে ইংরেজদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিলেন সাঁওতাল যুবকরা। নিজেদের অধিকার বুঝে নিতে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যা ভারতে প্রথম সশস্ত্র ও সঙ্ঘবদ্ধ লড়াই। শুরুর দিনে প্রায় ১০ হাজার থেকে ক্রমে ধারে-ভারে-কলেবরে ২০ গুণ বেড়েছিল যে সংগ্রাম। প্রায় সাত মাস ধরে যে লড়াই চলেছিল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার ভাগনাদিহির মাঠে যে লড়াইয়ে শুরু। যা বিহারের ভাগলপুর লাগোয়া। কেউ কেউ বলেন তৎকালীন বিহারের ভাগলপুর ও বাংলার মুর্শিদাবাদের একাংশে বিদ্রোহের সূত্রপাত।
ইংরেজের পাশাপাশি স্থানীয় জমিদার ও মহাজনরা সাঁওতালিদের ওপর চালানো জোর-জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে সম্প্রদায়ের তরুণদের রুখে দেওয়ার ডাক দিয়েছিলেন সিধু-কানু (Sidho-Kanhu)। তাঁদের সমবেত হতে বলেছিলেন এক জায়গায়। সেখানেই হকের দাবি ছিনিয়ে নিতে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিয়েছিলেন আদিবাসী বীর সন্তানরা। শুধু সাঁওতালিদের প্রতিবাদই নয়, ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র এই সংগ্রাম পথ দেখিয়েছিল স্বাধীনতার লড়াইয়ে।
'হুল, হুল' আওয়াজ তুলে সাঁওতালিদের ((Santhali)) যে বিদ্রোহ ভয় ধরিয়ে দিয়েছিল ইংরেজের মনে। ৩০ জুনের সমাবেশের সপ্তাহ খানেক পরেই দারোগা মহেশ লাল দত্তকে খুন করেছিলেন সিধু। তারপর যা ছড়িয়ে পরে। চাঁদ ও ভৈরবের নেতৃত্বে মুর্শিদাবাদের দিকে এগিয়ে ইংরেজদের ওপর হামলা নামিয়ে আনে তাঁরা। যদিও সেই অভিযানে অনেক মহিলা-শিশুরও মৃত্যুর দায় চাপানো হয় অভিযানের ওপর। যে ঘটনা জানার পর সিধু-কানু তাঁদের ভাইদের কড়া শাসন করেছিলেন বলেও শোনা যায়।
সাঁওতালদের বিদ্রোহ রুখতে ইংরেজ (British) সেনাবাহিনীকে পুরোদস্তর শক্তি প্রয়োগ করতে হয়েছিল। ইংরেজদের গুলিতে সিধু মারা যান। ফাঁসি দেওয়া হয় কানুকে। শেষমেশ প্রায় মাসসাতেক পর সাঁওতালরা পরাজিত হলেও আত্মসমর্পণ করেননি। বলা ভাল, ভারতের স্বাধীনতা ইতিহাসের পথে এক লড়াইয়ে নিশান রেখেছিলেন। সেই ঘটনাক্রমে স্মরণ করেই ৩০ জুন পালন করা হয় হুল দিবস। ঝাড়খণ্ডের পাশপাশি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতেও যা পালিত হয়।
দেখুন- Monthly Horoscope July 2023: সাবধানে পদক্ষেপ নিন, জুলাইয়ে সমস্যা বাড়বে এই ৩ রাশির !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)