Hyderabad Murder: স্ত্রী-র দেহ কুপিয়ে প্রেসার কুকারে সেদ্ধ, নৃশংস খুনের স্বীকারোক্তি স্বামীর
পুলিশি তদন্তে ভয়ঙ্কর খুনের কথা স্বীকার করেন স্বামী নিজেই।

হায়দরাবাদ: নৃশংস মৃত্যুর ভয়াবহ বর্ণনা। নিজের স্ত্রী-কে খুন করেই ক্ষান্ত হননি। দেহকে টুকরো টুকরো করে সেই দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধও করেন স্বামী। পুলিশি তদন্তে ভয়ঙ্কর খুনের কথা স্বীকার করেন স্বামী নিজেই।
হায়দরাবাদে ঘটেছে এই ঘটনা। বুধবারই পুলিশ জানিয়েছে স্বামীর বয়ান যাচাই করে দেখা হচ্ছে। মহিলা প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ ছিলেন। মেয়ের খবর দীর্ঘদিন না পেতে পুলিশে খবর দেন। থানায় অভিযোগও দায়ের করেন।
পুলিশ এই খুনের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে একজন প্রাক্তন সেনা কর্মীকে আটক করে, জানা যায় বর্তমানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
পুলিশ এও জানিয়েছে বেশ কিছুদিন ধরেই স্ত্রী'র সঙ্গে বনিবনা হচ্ছিল না। ঝগড়া লেগেই থাকত। সেই রাগ থেকেই খুন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন স্বামী।
পুলিশি তদন্তে এখনও জানা গিয়েছে ওই যুবক বদমেজাজি গোছের। এমনকী স্ত্রীকে মারধরও করত। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বচসা হয়েছিল। তারপরই স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। যদিও এভাবে যে সে খুন করতে পারে তা কল্পনাও ভাবতে পারছেন না কেউ। পুলিশ তদন্ত অগ্রগতি করতেই দেখা যায় প্রথমে মিথ্যে কথা বলছেন স্বামী।
আরও পড়ুন, সাদ্দাম হোসেন থেকে একেবারে শিবশঙ্কর! প্রেমের টানেই মুসলিম থেকে হিন্দু হলেন যুবক
পুলিশকে পরে যুবক বলেন, রাগের মাথায় ঝগড়ার সময় খুন করেন তিনি। মৃতদেহ লুকিয়ে রাখা বেশিদিন সম্ভব নয় ভেবে দেহ টুকরো করেন। ওই দেহ কার তা যাতে বোঝা না যায়, সেই কারণে সেগুলি সেদ্ধও করেন। এরপর লেকে ওই দেহাংশ ফেলে মাছকে খাওয়ানোর পরিকল্পনা ছিল তার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















