Ayodhya: 'রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালাচ্ছি', এক পা আর মনের জোরে অযোধ্যায় পৌঁছতে পারবেন বাংলার যুবক?
North 24 Pargana: উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সৌমিক। যাঁর ভক্তি ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদের শিরনামে। তিনি দৃঢ় প্রতীজ্ঞ। কী বলছেন সৌমিক?
ক্যান্সার, দুর্ঘটনা, সংক্রমণ! একাধিক ধাক্কায় খোয়া গিয়েছে একটা পা। শুধুমাত্র মনের জোরে ভর করেই এক পায় দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন গোবরডাঙার যুবক। গন্তব্য অযোধ্যা, উদ্দেশ্য রামমন্দিরে রাম লালার প্রতিষ্ঠার সাক্ষী হওয়া। ২২ জানুয়ারী উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রতিষ্ঠা। ইতিহাসের সাক্ষী থাকতে তার আগে তাঁকে পৌঁছতে হবেই। কীভাবে চলছে সফর? পৌঁছতে পারবেন তিনি?
উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সৌমিক। যাঁর ভক্তি ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদের শিরনামে। তিনি দৃঢ় প্রতীজ্ঞ। কী বলছেন সৌমিক? তার কথায়, 'ভগবান রামচন্দ্রের চরণে যাওয়ার ইচ্ছা খুব। তাই গোবরডাঙ্গা থেকে সাইকেল নিয়ে আমরা বেরিয়েছি। গোবরডাঙ্গা থেকে অযোধ্যা প্রায় হাজার কিলোমিটার পথ আমরা অতিক্রম করব। রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ২০ তারিখ অযোধ্যায় পৌঁছব'।
তিনি আরও বলছেন, 'ভগবান রামচন্দ্রকে নিয়ে সনাতনীদের একটা আবেগ আছে। দীর্ঘ ৫০০ বছর পর ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় আসছেন তাই তার চরণে যাবার খুবই ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ভগবানের চরণে পৌঁছতে রওনা দিয়েছি'।
সৌমিক গোলদার ও রাকেশ মন্ডল দুই বন্ধু। সাইকেল চালিয়ে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেন তারা। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় কউ। সৌমিকের পায়ের ক্যান্সার বাধা হয়ে দাঁড়ায়। ২০২০ সালে ডান পায়ে টিউমার ধরা পরে। ভেলোর সিএমসিতে চিকিৎসা করিয়ে তখনকার মত সুস্থ হয় সৌমিকের ডান পা।গত বছর স্কুটার দূর্ঘটনায় পায়ে বসানো স্টিলের প্লেট থেকে সংক্রমন ছড়ায়।আবার ভেলোর এবং সাত মাস আগে হাঁটুর নীচ থেকে বাদ ডান পায়ের অংশ। মানুষ মাত্রেই লড়াই, সেই লড়াই আর মনে শক্তি নিয়ে অযোধ্যা রওনা দিয়েছে সৌমিক।
ডান পা বাদ গেছে এক বছরও হয়নি, মনের জোর আর ভগবান রামচন্দ্রের চরণে পৌঁছনোর ইচ্ছা নিয়েই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের স্বাক্ষী হতে সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন গোবরডাঙার যুবক। সঙ্গী বন্ধু।
২২ জানুয়ারী উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরে হবে রামলালার প্রতিষ্ঠা। চলছে জোর কদমে প্রস্তুতি। অপরূপ সাজে সেজে উঠছে অযোধ্যা নগরী। রামমন্দির উদ্বোধনে দেশ বিদেশের অতিথিদের আমন্ত্রিত জানানো হচ্ছে। তেমনি অনেক ভারতবাসী ভক্তির টানে উপস্থিত থাকবেন সেই শুভ মুহুর্তের সাক্ষী হতে। যতদিন যাচ্ছে রাম ভক্তদের উন্মাদনার পারদ চড়ছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন বাংলার দুই যুবক।