এক্সপ্লোর
জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে; সুশান্তের উদ্দেশে তাঁর দিদির খোলা চিঠি
অন্যদের উদ্দেশে তিনি বলেছেন, আমি জানি, এটা পরীক্ষার সময়। তবু সুযোগ থাকলে ঘৃণার বদলে ভালবাসাকে বেছে নিন, ক্রোধের বদলে সমবেদনাকে, স্বার্থপরতার বদলে স্বার্থহীনতাকে।
![জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে; সুশান্তের উদ্দেশে তাঁর দিদির খোলা চিঠি I know you were in a lot of pain, Sushants sister pens open letter after his suicide জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে; সুশান্তের উদ্দেশে তাঁর দিদির খোলা চিঠি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/18165831/sushant.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: আজই পটনা এসে পৌঁছেছেন সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি। শ্বেতা থাকেন আমেরিকায়, ভাইয়ের মৃত্যুর খবরে দেশে পৌঁছেছেন তিনি। ভাইয়ের উদ্দেশে খোলা চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ছোট ভাইকে ‘আমার সন্তান’ সম্বোধন করে শ্বেতা লিখেছেন, আমি জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে। এও জানি, তুমি যোদ্ধা ছিলে, সাহসের সঙ্গে লড়াই করেছিলে। সম্ভব হলে তোমার যন্ত্রণা আমি গ্রহণ করতাম, আমার আনন্দ তোমায় দিয়ে দিতাম।
তোমার ঝকমকে চোখ পৃথিবীকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, তোমার নিষ্পাপ হাসি হৃদয়ের পবিত্রতা তুলে ধরেছে। তোমাকে আমি বরাবর ভালবেসে যাব।
তুমি যেখানেই থাক, ভাল থেক... পূর্ণ থেক, জেন, প্রত্যেকে তোমায় বিনা শর্তে ভালবাসত, ভালবাসে আর ভালবেসে যাবে।
অন্যদের উদ্দেশে তিনি বলেছেন, আমি জানি, এটা পরীক্ষার সময়। তবু সুযোগ থাকলে ঘৃণার বদলে ভালবাসাকে বেছে নিন, ক্রোধের বদলে সমবেদনাকে, স্বার্থপরতার বদলে স্বার্থহীনতাকে। ক্ষমা করে দিন। নিজেকে, অন্যদের, প্রত্যেককে। প্রত্যেকে নিজের লড়াই করছে, নিজের প্রতি, সকলের প্রতি সমবেদনা রাখুন। কখনও হৃদয়ের দরজা বন্ধ করবেন না, কোনওভাবেই না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)