Asthildur Loa Thorsdottir: নাবালকের সঙ্গে সম্পর্ক, সন্তানধারণও, বিতর্কিত অতীতের জেরে পদত্যাগ করতে হল এই দেশের শিশুকল্যাণ মন্ত্রীকে
Iceland News: ২০২৪ সালের ২১ ডিসেম্বরই শিক্ষা ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন Ásthildur Lóa Þórsdóttir.

নয়াদিল্লি: শিক্ষা ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব ছিল হাতে। আচমকা পদ ছাড়তে হল আইসল্যান্ডের মহিলা মন্ত্রীকে। ব্যক্তিগত কেচ্ছা-কেলেঙ্কারির জেরেই তিনি পদ ছেড়ে সরে দাঁড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, নাবালক কিশোরের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়ে সন্তান ধারণ করা মহিলার হাতে শিক্ষা ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব কেন দেওয়া হল, সেই নিয়ে বিতর্ক শুরু হয়। তার জেরেই পদত্যাগ করতে হল তাঁকে। (Ásthildur Lóa Thórsdóttir)
২০২৪ সালের ২১ ডিসেম্বরই শিক্ষা ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন Ásthildur Lóa Þórsdóttir. গত ২০ মার্চ, তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন তিনি। রবিবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন Halla Tómasdóttir. প্রায় তিন দশক আগে এক নাবালকের সঙ্গে সম্পর্ক গড়ার মাশুলই Ásthildur-কে চোকাতে হল বলে মনে করছেন তাঁর অনুগামীরা। (Iceland News)
জানা গিয়েছে, Ásthildur-কে শিক্ষা ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রী করায় গোড়া থেকে বিতর্ক ছিল। সম্প্রতি দেশের সংবাদমাধ্যম তাঁর অতীত জীবনের ঘটনা তুলে আনে। জানায়, ৩৫ বছর আগে এক নাবালকের সঙ্গে সম্পর্ক হয় Ásthildur-এর। সেই সময় তাঁর বয়স ছিল ২৩, ছেলেটির বয়স ১৫। গির্জার অনুষ্ঠানে ছেলেটির সঙ্গে Ásthildur-এর আলাপ হয় বলেও জানা গিয়েছে।
যৌনতায় সম্মতির ক্ষেত্রে ১৫ বছর বয়সকেই মাপকাঠি ধরা হয় আইসল্যান্ডে। কিন্তু ১৫ বছর বয়সি পড়ুয়ার সঙ্গে যদি কোনও শিক্ষক বা শিক্ষিকা অথবা মেন্টর যৌন সম্পর্কে লিপ্ত হন, তা অপরাধ হিসেবেই গণ্য হয়। Ásthildur অভিযোগ অস্বীকার করেননি। তাঁর যুক্তি, তিনি গির্জার কোনও পদে ছিলেন না, সাধারণ সদস্য ছিলেন। ৩৫ বছর আগে ওই বয়সে শারীরিক সম্পর্ক অস্বাভাবিক কিছু ছিলও না।
Ásthildur-এর দাবি, ১৫ বছরের ওই কিশোরের সঙ্গে তাঁর সম্পর্ক কয়েক সপ্তাহই স্থায়ী হয়েছিল। তিনি ওই কিশোরের সন্তানও ধারণ করেন। সন্তানের জন্মের সময় ওই কিশোর বাবা হিসেবে হাসপাতালে উপস্থিতও ছিল। দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পরবর্তীতে সরকার এবং গির্জার মাধ্যমে সন্তানের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানান Ásthildur-এর ওই ‘প্রেমিক’। কিন্তু কস্মিন কালেই সেই সুযোগ হয় তাঁর। অথচ ১৮ বছক ধরে তাঁর কাছ থেকে সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে গিয়েছেন Ásthildur.
যদিও Ásthildur-এর দাবি, সন্তানের জীবনের অংশ হয়ে উঠতে ততটাও চেষ্টা ছিল না তাঁর একদা প্রেমিকের তরফে। মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও, আইসল্যান্ডের People’s Party-র সাংসদ থাকছেন Ásthildur. প্রধানমন্ত্রী Kristrún Mjöll Frostadóttir-এর জোট সরকারে শামিল তাঁর দল। আইসল্যান্ডের মোট জনসংখ্যা মোটে ৪ লক্ষ। দেশের সংসদটি পৃথিবীর মধ্যে প্রাচীনতম। ৯৩০ শতকে ভাইকিং জাতির দ্বারা প্রতিষ্ঠিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
