ICSE 10th, ISC 12th Class Results 2021: প্রকাশিত আইসিএসই, আইএসসি-র ফল, রাজ্যে পাসের হারে এগিয়ে মেয়েরা
মাধ্যমিকের পর এবার আইসিএসই, আইএসসি পরীক্ষাতেও প্রায় সবাই পাস।
কলকাতা: মাধ্যমিকের পর এবার আইসিএসই পরীক্ষায় প্রায় সবাই পাস। আইসিএসই পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ। আইএসসি পরীক্ষাতেও প্রায় সবাই পাস। আইএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ।
অন্যদিকে রাজ্যে আইএসসিতে পাসের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাসের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাসের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ। পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।
কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, মোট ২৪২২টি স্কুল থেকে আইসিএসই -এর জন্য নাম নথিভুক্ত করা হয়েছিল। ১ হাজার ১৬৬টি স্কুল থেকে নাম নথিভুক্ত করা হয়েছিল আইএসসি-র জন্য। আইসিএসই-র জন্য মোট নাম নথিভুক্ত করে ২ লক্ষ ১৯ হাজার ৪৯৯ জন। ৯৪ হাজার ১১ জন নাম নথিভুক্ত করে আইএসসি-র জন্য। অন্যদিকে রাজ্য থেকে আইসিএসই-র জন্য নাম নথিভুক্ত করেছিল ৩৯ হাজার ৫২০ জন। ২৬ হাজার ৮৫৯ জন নাম নথিভুক্ত করেছিল আইএসসি-র জন্য।
কীভাবে দেখা যাচ্ছে ফল?
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের ওয়েবসাইট cisce.org গিয়ে জানা যাচ্ছে ফল। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে। গতকালই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।