এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: আর্থিক মন্দার মধ্যে পাকিস্তানকে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার লোন দেওয়ার ভাবনাচিন্তা করছে আইএমএফ
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৬ এ্রপ্রিল আইএমএফের এক্সিকিউটিভ বোর্ড বৈঠকে বসছে। আর্থিক ক্ষেত্রে কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব সামাল দিতে মার্চেই আইএমএফের আরটিআই কর্মসূচির আওতায় কম সুদে দ্রুত মিলবে, এমন কোনও লোনের আবেদন করেছিল পাকিস্তান।
ইসলামাবাদ: ব্যালেন্স অব পেমেন্ট সঙ্কট থেকে পরিত্রাণ পেতে গত বছরের জুলাইয়েই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) সঙ্গে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেইল আউট প্যাকেজে সই করে পাকিস্তান। এবার নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত আর্থিক মন্দার মধ্যে বিদেশি বিনিময় মুদ্রার ভাণ্ডার চাঙ্গা করতে ও বাজেটগত সহায়তা দিতে নগদের সঙ্কটে পড়া পাকিস্তানকে আরও ১.৪ বিলিয়ন মার্কিন ডলার লোন দেওয়ার ভাবনাচিন্তা করছে আইএমএফ।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৬ এ্রপ্রিল আইএমএফের এক্সিকিউটিভ বোর্ড বৈঠকে বসছে। আর্থিক ক্ষেত্রে কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব সামাল দিতে মার্চেই আইএমএফের আরটিআই কর্মসূচির আওতায় কম সুদে দ্রুত মিলবে, এমন কোনও লোনের আবেদন করেছিল পাকিস্তান।
আইএমএফের সদস্য দেশগুলিকে জরুরি ভিত্তিতে ব্য়ালেন্স অব পেমেন্ট সমস্য়া থেকে বাঁচাতেই আরটিআই কর্মসূচি রয়েছে। এতে সদস্য দেশগুলিকে কোনও সামগ্রিক পরিকল্পনা পেশ করতে হয় না। পাকিস্তানের হাতে যাতে ‘এই কঠিন সময় পেরিয়ে যেতে যথেষ্ট রসদ থাকে’, সেটা সুনিশ্চিত করতে পাক অর্থমন্ত্রকের সঙ্গে আইএমএফ কাজ করছে বলে জানান পাকিস্তানে তাদের আবাসিক প্রতিনিধি টেরেসা দাবান স্যাঞ্চেজ।
এর মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার টিভিতে সম্প্রচারিত ভাষণে মারণ ভাইরাসটি অভূতপূর্ব শারীরিক ও আর্থিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী মন্দা, যা ‘গ্রেট ডিপ্রেশন’-এর চেয়েও আরও খারাপ হতে পারে, একেবারে নিশ্চিত বলে আশঙ্কা প্রকাশ করেন। নোভেল করোনাভাইরাস অতিমারীর ভয়াবহ খারাপ প্রভাব কাটানোর জন্য পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করতে ঋণ মকুবের ক্ষেত্রে বিশ্বস্তরে উদ্যোগ নেওয়ার আবেদন করেন ইমরান। বলেন, দুনিয়াব্যাপী শক্তিশালী, সুচিন্তিত পন্থা ছাড়া এমন বড় মাপের অতিমারী রোখা যায় না। উন্নত দুনিয়ায় দ্বন্দ্বটা করোনাভাইরাস আর অর্থনীতির মধ্যে। কিন্তু উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের সামনে আরও বড় সমস্যা ক্ষুধার কবল থেকে মানুষকে বাঁচানো। ক্ষমতার অলিন্দে থাকা লোকজনকে আবেদন করছি, আর্থিক অবনতি থেকে বাঁচতে উন্নয়নশীল দুনিয়ার জন্য কিছু উত্সাহমূলক প্যাকেজ বের করুন।
পাক সরকার ইতিমধ্যেই ১.২ ট্রিলিয়ন টাকার আর্থিক স্টিমুলাস প্য়াকেজ ঘোষণা করেছে দেশের ভঙ্গুর অর্থনীতির ওপর করোনাভাইরাসের ধাক্কা সামলাতে। পাক অর্থনীতিকে অক্সিজেন জোগাতে ইতিমধ্য়েই ১ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্য়াঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দিচ্ছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement