এক্সপ্লোর
Advertisement
হায়দরাবাদ থেকে 'টাকার থলে' নিয়ে আসছে, বিজেপির ‘সবচেয়ে বড় শরিক’! ফের ওয়েইসিকে নিশানা মমতার
মুসলিম সমাজকে রাজ্যের বাইরে থেকে আসা নেতাদের বিশ্বাস, ভরসা না করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। বলেন, যাঁরা বাইরে থেকে এসে আপনাদের প্রতি সহানুভূতিশীল বলে নিজেদের তুলে ধরতে চাইছেন, তাঁদের বিশ্বাস করবেন না। শুধুমাত্র বাংলার নেতারাই আপনাদের হয়ে লড়তে পারেন।
কলকাতা: রাজ্যের মুসলিমদের আসাদুদ্দিন ওয়েইসি সম্পর্কে ফের সাবধান করে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন, হায়দরাবাদ থেকে ওরা টাকার থলে নিয়ে আসছে, মুসলিমদের রক্ষাকর্তা বলে দেখাচ্ছে নিজেদের। কিন্তু ওরাই বিজেপির সবচেয়ে বড় সঙ্গী! গতকালের পর আজও এক জনসভায় মুখ্যমন্ত্রী নাম না করে ওয়েইসিকে একহাত নেন। মুসলিম সমাজকে রাজ্যের বাইরে থেকে আসা নেতাদের বিশ্বাস, ভরসা না করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। বলেন, যাঁরা বাইরে থেকে এসে আপনাদের প্রতি সহানুভূতিশীল বলে নিজেদের তুলে ধরতে চাইছেন, তাঁদের বিশ্বাস করবেন না। শুধুমাত্র বাংলার নেতারাই আপনাদের হয়ে লড়তে পারেন। হায়দরাবাদ থেকে যারা টাকার থলে নিয়ে আসছেন, মুসলিমদের প্রতি সংবেদনশীল বলে দাবি করছেন, তাঁরাই বিজেপির সবচেয়ে বড় বন্ধু!
ধর্মীয় কট্টরপন্থা, সাম্প্রদায়িকতার ইস্যুতে বরাবর বিজেপিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি এবার তাঁর নিশানায় এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। গতকাল কোচবিহারের জনসভায় তাঁর নাম না করে হায়দরাবাদে বাড়ি থাকা ‘সংখ্যালঘু কট্টরপন্থীদের’ কথায় কান না দিতে মুসলিম সমাজকে আহ্বান জানান তিনি। পাল্টা গতকালই ওয়েইসি রাজ্যের মুসলিমদের অবস্থার কথা উল্লেখ করে দাবি করেন, তৃণমূল নেত্রী শাসিত রাজ্যেই উন্নয়নের মাপকাঠিতে ‘সবচেয়ে বেহাল’ ওদের অবস্থা। কী করে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ৪২টার মধ্যে ১৮টা আসন পেল, প্রশ্নও ছুঁড়ে দেন মমতার দিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement