মঞ্চ ছাড়াই 'জার্সি' বদল! রানাঘাটে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে বিজেপিতে ৫০ তৃণমূল কর্মী
বৃহস্পতিবার গৃহ সম্পর্ক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। আর তাঁর উপস্থিতিতে, রাস্তায় দাঁড়িয়েই হল দলবদল। রথতলা বাসস্ট্যান্ডে, রানাঘাট পুরসভার ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
রানাঘাট: পাখির চোখ বিধানসভা ভোটের দিকে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে দলবদলের পালা চলছেই। কোথাও কোথাও তো পার্টি অফিস কিংবা সভামঞ্চ ছাড়াই হয়ে যাচ্ছে জার্সি বদল। ঠিক এমন ঘটনার সাক্ষী থাকল নদিয়ার রানাঘাট। রাস্তায় দাঁড়িয়েই বদলে গেল দলীয় পরিচয়।
বৃহস্পতিবার গৃহ সম্পর্ক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। আর তাঁর উপস্থিতিতে, রাস্তায় দাঁড়িয়েই হল দলবদল। রথতলা বাসস্ট্যান্ডে, রানাঘাট পুরসভার ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু এই দলবদলের জন্য ছিল না কোনও মঞ্চ। না ছিল কোনও ছাউনি।
আর এই দলবদলের পরই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে কেন্দ্রীয় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। সঞ্জীব বলিয়ান বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রশাসন, গুন্ডারাজ, জঙ্গল রাজ চলছে। এর সমাধান কেবল বিজেপি করতে পারে। তাই সবাইকে স্বাগত দলে।
স্থান-কালের তোয়াক্কা না করে, এভাবে রাস্তায় দলবদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। নদিয়ার তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর দীপক বসু বলেন, মন্ত্রীদের কোন কাজ নেই। পশ্চিমবঙ্গে ১৮ থেকে ২০ জন মন্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এখানে সাজানো নাটক করছে প্রত্যেক এলাকায় নিজেদের লোক দিয়ে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দল আরও শক্তিশালী হচ্ছে।
উল্লেখ্য, একুশের ভোটের দিকে তাকিয়ে আঁটঘাঁট বেঁধে নামছে সব পক্ষ। বিধানসভা ভোটের আগে, সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ভিন রাজ্যের ২ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে বিজেপি। তার মধ্যে সঞ্জীব বালিয়ানের দায়িত্বে রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র।