Independence Day 2023 : মোদির আর্জিতে সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে ছবি বদলাতেই গোল্ডেন টিক হাপিস বিজেপি নেতা-মন্ত্রীদের !
Har Ghar Tiranga : মোদির দেখাদেখি তিরঙ্গা ডিপি করার সঙ্গে সঙ্গেই অনেক গোল্ডেন টিক হোল্ডারের টিক তুলে নেয় 'এক্স'।
![Independence Day 2023 : মোদির আর্জিতে সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে ছবি বদলাতেই গোল্ডেন টিক হাপিস বিজেপি নেতা-মন্ত্রীদের ! Independence Day 2023 Twitter X Withdraws Golden Tick From BJP Leaders Verified Account After DP Changed to Tricolor Independence Day 2023 : মোদির আর্জিতে সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে ছবি বদলাতেই গোল্ডেন টিক হাপিস বিজেপি নেতা-মন্ত্রীদের !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/1b8948c5dfc3926b3b3e6005005729c0169198756452153_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে চলছে #HarGharTiranga ক্যাম্পেন। তারই অংশ হিসেবে রবিবার নিজের প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলে তিরঙ্গা করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে অনুরোধ করেছেন DP বদলে তিরঙ্গা করার জন্য । প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বিজেপি (Bharatiya Janata Party)-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় 'এক্স'-এ তাদের DP বদলে ফেলেন। কিন্তু তারপরই golden tick সরিয়ে নেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (social media ‘X’)।
ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন্ড শুরু করেন। তিনি নিজে 'এক্স' অ্যাকাউন্টের ডিপি বদলে দেন। তারপর তিনি দেশবাসীকে নিজেদের প্রোফাইল ছবি বদলানোরও আর্জি জানান। তারপরই বহু নেটিজেনই ডিপি বদলে তিরঙ্গে রাখতে শুরু করেন।
মোদির দেখাদেখি তিরঙ্গা ডিপি করার সঙ্গে সঙ্গেই অনেক গোল্ডেন টিক হোল্ডারের টিক তুলে নেয় 'এক্স'। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, গোয়ার মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সবন্ত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী প্রমুখের অ্যাকাউন্ট। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও গোল্ডেন টিক সরিয়ে নেওয়া হয়।
বিষয়টা আসনে কী ? এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিয়ম হল, যাচাই করা অ্যাকাউন্টগুলিকে ( Verified Account ) তাদের আসল নাম ব্যবহার করতে হবে ও নিজেদের ছবি রাখতে হবে প্রোফাইল পিকচারের জায়গায়। এই প্ল্যাটফর্মের সংশোধিত মানদণ্ড অনুসারে, 'X' কর্তৃপক্ষ এখন নেতাদের প্রোফাইল পর্যালোচনা করবে এবং যদি তা সমস্ত নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ওই টিকটি পুনরুদ্ধার করা হবে।
#HarGharTiranga উদ্যোগের অংশ হিসেবে নরেন্দ্র মোদিও তার ডিসপ্লে ছবি পরিবর্তন করে ভারতীয় তিরঙ্গা রেখেছেন। তবে, তার ধূসর টিকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানো হয়নি।
গোল্ডেন টিক হল একটি যাচাইকরণ চিহ্ন (verification mark) যা নির্দেশ করে যে একটি অ্যাকাউন্ট আসল এবং অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ভেরিফায়েড।
In the spirit of the #HarGharTiranga movement, let us change the DP of our social media accounts and extend support to this unique effort which will deepen the bond between our beloved country and us.
— Narendra Modi (@narendramodi) August 13, 2023
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)