Independence Day 2021 : গুজব উড়িয়ে তেরঙ্গা উত্তোলন বুরহান ওয়ানির বাবার, ভাইরাল ভিডিও
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির বাবা মুজাফফর ওয়ানি। এই স্কুলের প্রিন্সিপাল তিনি।
ত্রাল(জম্মু ও কাশ্মীর) : স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির বাবা মুজাফফর ওয়ানি। এই স্কুলের প্রিন্সিপাল তিনি। স্কুলের সহকর্মীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে সাথে তেরঙ্গা উত্তোলনের সেই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এদিকে গুজব ছড়িয়েছিল যে, ওয়ানির বাবা তেরঙ্গা উত্তোলন করতে চান না বলে সরকারি স্কুলের পোস্ট থেকে পদত্যাগ করেছেন। তার পরই এই ভিডিও সামনে এল। যদিও একটি ভিডিও বার্তায় গুজব উড়িয়ে মুজাফফর ওয়ানি জানিয়েছিলেন, ত্রালের সরকারি সেকেন্ডারি হাইস্কুলে তিনি প্রিন্সিপাল হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছেন।
২০১৬ সালে দক্ষিণ কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানিকে এনকাউন্টারে খতম করেছিল ভারতীয় নিরাপত্তা বিহানী। এর জেরে উপত্যকায় পাঁচ মাস ধরে বিক্ষোভ-উত্তেজনা বজায় ছিল। এই সময়ে শতাধিকের মৃত্যু হয়, জখম হয় কয়েক হাজার।
কে এই বুরহান ওয়ানি ?
জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার ছিল বুরহান ওয়ানি। ২০১৬ সালে এক অভিযানে আরও দুই জঙ্গির সঙ্গে তাকে খতম করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিল বুহান। যেখানে সে নিয়মিত অস্ত্র হাতে ছবি শেয়ার করত।
১৫ বছর বয়সে হিজাবে যোগ দেয় ওয়ানি। অল্প সময়ের মধ্যে সংগঠনের শীর্ষ স্থানে উঠে আসে। উল্লেখ্য, যে অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওয়ানিকে খতম করা হয়েছিল, সেই অফিসার গত বছর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে বীরত্বের জন্য পুলিশের পদক পান।
এদিকে 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন শিক্ষা দফতর সহ সব বিভাগকে নির্দেশ দেয়, যাতে স্বাধীনতা দিবস উপলক্ষে সব অফিসে পতাকা উত্তোলন করা হয়।