India America Trade Deal : 'বিরাট বড় কিছু'...চিনের সঙ্গে চুক্তিতে সই করেই ভারতের জন্য বিশেষ বার্তা ট্রাম্পের, হবে মেগা-ডিল?
চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরই ভারতের জন্য বড় বার্তা দিলেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিলেন বড় খবর ।

ওয়াশিংটন: যার-তার সঙ্গে বাণিজ্য-চুক্তি করবে না আমেরিকা। অনেককেই হোয়াইট হাউস স্রেফ thank you very much লিখে চিঠি পাঠিয়ে দিয়েছে বা দেবে । তবে হতে পারে এই ঠিক পরবর্তী বাণিজ্য চুক্তিটাই হতে চলেছে ভারতের সঙ্গে ! চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরই ভারতের জন্য বড় বার্তা দিলেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিলেন বড় খবর ।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ট্রাম্প জানান, আমেরিকার সঙ্গে চিনের একটি বাণিজ্য চুক্তি সাক্ষরিত হয়েছে। এরপর হয়ত ভারত। নিজেই সেই সম্ভাবনার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন, চিনের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি হয়েছে। এর পরে হয়ত ভারতের সঙ্গে কোনও বড় বাণিজ্য চুক্তি করার পথে হাঁটতে পারে আমেরিকা। সেই সঙ্গে ট্রাম্পের বার্তা, আমেরিকা যে কোনও দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে না। ওয়াশিংটন অনেককেই চিঠি পাঠিয়ে দিয়েছে ..thank you very much লিখে। ট্রাম্প জানান,হয়ত আমেরিকা অনেককে চিঠি লিখে ধন্যবাদ বলে দিয়েছে। আর লিখেছে, আপনাদের ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ দিতে হবে। এটাই সহজ পন্থা। অর্থাৎ, আমেরিকা অনেক দেশকেই চিঠি দিয়ে জানাবে বা জানিয়েছে তাদের বাণিজ্য করতে গেলে ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে। ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসনের লোকজনই আরও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় কিন্তু তিনি এরকম চান না। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠক থেকে ট্রাম্প চিনের সঙ্গে বাণিজ্যচুক্তির কথা জানালেও এ নিয়ে বিস্তারে কিছু জানাননি।
এর আগে এই মাসের শুরুর দিকেই মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বড় কোনও ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হওয়ার আভাস দিয়েছিলেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও বলেছিলেন দুই দেশের মধ্যে আলোচনা চলছে, যাতে আগামীতে ন্যায্য ও ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি করা যায়। এতে উভয় দেশের অর্থনীতিই চাঙ্গা হবে। পীযূষ গোয়েল জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে গত ফেব্রুয়ারিতেই কথাবার্তা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আগ্রহী। এতে উভয় দেশের অর্থনীতি, বাণিজ্য এবং জনগণের উপকার হবে।
ভারত - পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে তাঁর মধ্যস্থাতেই, এই দাবিই বারবার করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি ছিল, তিনিই শর্ত দিয়েছিলেন ভারত পাকিস্তানকে, সংঘর্ষ না থামালে, আমেরিকা তাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবে না। যদিও ভারত সেই দাবিকে পাত্তাই দেয়নি। ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর-ইস্যু নিয়ে ভারত কারও মধ্যস্থতা চায়নি, ভবিষ্যতেও চায় না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে, আবারও সে-কথা পরিষ্কার করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই ভারতের সঙ্গে 'খুব বড় চুক্তি' করার সম্ভাবনা-বার্তা দিলেন ট্রাম্প।






















