International Yoga Day 2023: লাদাখ-রাজস্থান-সিকিম, সীমান্তে যোগদিবস পালন সেনারও
Indian Army: বিভিন্ন সীমান্ত এলাকায় যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে যোগ দিবস পালন করেছে সেনা।
নয়াদিল্লি: আন্তর্জাতিক যোগ দিবসে সারা ভারতে পালিত হচ্ছে দিনটি। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ-সকলেই সামিল যোগ দিবস পালনে। দিনটি পালন করল ভারতীয় সেনাও। বিভিন্ন সীমান্ত এলাকায় যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে যোগ দিবস পালন করেছে সেনা। চিন-সীমান্ত থেকে পাকিস্তান সীমান্ত- সর্বত্র যোগব্যায়াম দিবস পালন করেছে সেনা।
বুধবার লাদাখের প্যাংগং সো -হ্রদের পাশে ৯তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করে ভারতীয় সেনা। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে দিল্লি ক্যান্টনমেন্টে যোগ দিবস পালন করেন। চিফ অফ ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল আর হরি কুমার কোচিতে INS Vikrant-এ আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এদিনই রাজস্থানে, সিকিমে যোগ দিবস পালন করে ভারতীয় সেনা। সিকিমে বরফের মধ্যে যোগব্যায়াম করতে দেখা যায় জওয়ানদের। তামিলনাড়ুর রামেশ্বরমে জলের মধ্যে ভেসে যোগব্যায়াম করেছেন কয়েকজন। পাটনাতেও একই ছবি দেখা যায়। সংসদ ভবনের সামনে যোগব্যায়াম করে দিনটি পালন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইন্ডিয়া গেটের সামনেও যোগ দিবস পালন করা হয়েছে। দিল্লির পুরানা কিলায় যোগ দিবস পালন হয়েছে। সেখানে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে বিদেশি নাগরিকদেরও। বারাণসীতে মাদ্রাসা Dairatul Islah Chirage Uloom-এ যোগ দিবস পালন হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন আমেরিকা সফরে। সেখানেই UN-এর প্রধান কার্যালয়ে UN-এর শীর্ষ আধিকারিক এবং আরও নানা সদস্যের সঙ্গে যোগ দিবস পালন করবেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসের দিন একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সময়ে বিকেল সাড়ে পাঁচটায় United Nations-এর প্রধান কার্যালয়ে যোগ দিবস পালন করা হবে। তিনি বলেছেন, 'ভারতের ডাকে ১৮০টিরও বেশি দেশ সাড়া দিয়েছে, এটি ঐতিহাসিক। যখন ২০১৪ সালে United Nations General Assembly-তে যোগ দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন রেকর্ড সংখ্যক দেশ এটিকে সমর্থন করেছিল।'
প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় যোগ দিবস। যোগব্যায়ামে উপকারিতা, মানসিক ও শারীরিক দিক থেকে এর কী কী উপকার রয়েছে, আধ্যাত্মিকতার সঙ্গে এর কী সংযোগ, পুরো বিষয়টিই তুলে ধরতে পালিত হয় এই দিনটি। ২০১৪ সালে United Nations General Assembly-তে বিষয়টি তুলে ধরার পর থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি পরিচিতি পায় যোগব্যায়াম।
এই বছরে আন্তর্জাতিক যোগ দিবসের থিম 'বসুধৈব কুটুম্বকম'। এর অর্থ এক পৃথিবী-এক পরিবার।
আরও পড়ুন:নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !