Elections 2024 Phase 7:গণনার দিনের প্রস্তুতি নিয়ে আলোচনা, খড়্গের বাড়িতে ঘরোয়া বৈঠক 'ইন্ডিয়া' জোটের?
INDIA Block Informal Meeting:পরীক্ষার শেষ দিন আজ, ফল বেরোবে দিনতিনেক বাদে। এখন থেকে ফলপ্রকাশের দিন নিয়ে তোড়জোড় শুরু করতে চাইছে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া'।
নয়াদিল্লি: পরীক্ষার শেষ দিন আজ, ফল বেরোবে দিনতিনেক বাদে। এখন থেকে ফলপ্রকাশের দিন নিয়ে তোড়জোড় শুরু করতে চাইছে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' (I.N.D.I.A. Block Alliance Informal Meeting) শিবির, খবর সূত্রে। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) বাসভবনে আজ, শনিবারই ঘরোয়া বৈঠকে বসতে পারেন 'ইন্ডিয়া' জোটের সদস্যরা। খড়্গে জানিয়েছেন, ফলপ্রকাশের দিন ঠিক কী কী সতর্কতা দরকার, তা নিয়ে আজ আলোচনা হতে পারে জোটের দলগুলির মধ্যে।
বিশদ...
চলতি লোকসভা ভোটে বিজেপি প্রথম থেকেই বলে এসেছে, 'অব কি বার, ৪০০ পার।' বাস্তবে, মোদি-শাহদের বিজয়রথ এই লক্ষ্য ভেদ করতে পারে নাকি 'ইন্ডিয়া' জোটের কড়া টক্করের মুখে পড়ে, সেটা স্পষ্ট হয়ে যাবে আগামী ৪ জুন। অমিত শাহ অবশ্য় এর মধ্যেই কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো দলগুলিকে কটাক্ষ হেনেছেন। তাঁর মতে, ৪ জুন ফল জানার পর কংগ্রেস, সপা ইভিএম-কে দায়ী করতে শুরু করবে। ঘটনা হল, ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ নতুন নয়। চলতি নির্বাচনেও, বনগাঁর সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, 'ভোট দিতে গিয়ে দেখছে। মারছে তৃণমূলে, পড়ছে বিজেপিতে।' উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পর ইভিএমের ফরেন্সিক পরীক্ষার কথাও জানিয়েছিলেন মমতা। এদিনের বৈঠকে অবশ্য তিনি থাকছেন না, জানান খড়্গে। বঙ্গের ৯ আসনে আজ ভোট। সেই নিয়ে ব্যস্ত থাকবেন তৃণমূলনেত্রী। তা হলে কী নিয়ে আলোচনা হবে এদিনের ঘরোয়া বৈঠকে?
কংগ্রেস সভাপতির মতে...
কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে দলের সভাপতি বলেন, 'আমাদের নিজেদের জন্যই এই বৈঠক। কর্মীদের প্রশিক্ষণ এবং কী ভাবে তাঁরা তথ্য় পাবেন, সেটি সুনিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। এটি একটি ঘরোয়া আলোচনা। ভোটগণনার দিন আমাদের কী ধরনের প্রস্তুতি থাকবে, সেটি ঠিক করতেই এই আলোচনা। কর্মীরা ঠিক কী কী বিষয়ে সচেতন থাকবেন, ইভিএম এবং ১৭সি ফর্ম ব্যবহার নিয়েও প্রশিক্ষণ থাকছে এই আলোচনায়।' কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠক) কে সি বেণুগোপাল জানান, দলের সব কটি প্রদেশ ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিজেদের জন্যই, ভোটগণনার দিনের প্রস্তুতি নিতে এদিনের ঘরোয়া আলোচনার ব্য়বস্থা করা হয়েছে। বাকি সমস্ত বড় দলের নেতাদেরও এই ঘরোয়া আলোচনার বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন:সকাল ৯টা পর্যন্ত রাজ্য়ের ৯ আসনের কোথায় কত ভোটগ্রহণ?