এক্সপ্লোর
ওনার ভারতের জন্য কোনও ‘মমতা’ নেই, চরম হতাশ! চন্দ্রযান-২ নিয়ে মমতার অভিযোগের জবাব বিজেপির
চন্দ্রযান-২ এর অভিযানের জন্য ভারত, ভারতীয় বিজ্ঞানী ও তাদের সম্প্রদায়কে অভিনন্দন জানানোর বদলে তিনি ভারতকে ‘বিদ্রূপ করতে’ তাকে ব্যবহার করলেন বলে অভিযোগ করেন পাত্র।

নয়াদিল্লি: চন্দ্রযান-২ এর চাঁদে অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা খারিজ করে পাল্টা কটাক্ষ বিজেপির। মমতা ‘নীচু মানের, আতঙ্কজনক’ রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রের শাসক দলের মুখপাত্র সম্বিত পাত্র। মমতা আজ দেশের চন্দ্রাভিযান কর্মসূচি প্রসঙ্গে নাম না করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন, বলেন, দেশের বর্তমান আর্থিক সঙ্কট থেকে মানুষের নজর ঘোরাতেই এই অভিযান সম্পর্কে হাইপ বা উন্মাদনা ছড়ানো হচ্ছে। এও বলেন, এটা এমন নয় যে, মোদি সরকার ক্ষমতায় আসার আগে কখনও ভারত এ ধরনের অভিযান করেনি। তৃণমূল নেত্রীর সমালোচনার জবাবে বিজেপি মুখপাত্র বলেন, উনি আর্থিক সঙ্কটের কথা বলে থাকতে পারেন, তবে এটা আসলে ওনার চিন্তাভাবনার দৈন্যেরই প্রকাশ। এই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম হতাশা ফুটে উঠেছে। ভারত যখন সেলিব্রেট বা উদযাপন করে, তিনি ক্ষোভে ফুঁসতে থাকেন। চন্দ্রযান-২ অভিযানকে রাজনীতির মাঠে টেনে আনার কোনও যুক্তিই নেই। চন্দ্রযান-২ এর অভিযানের জন্য ভারত, ভারতীয় বিজ্ঞানী ও তাদের সম্প্রদায়কে অভিনন্দন জানানোর বদলে তিনি ভারতকে ‘বিদ্রূপ করতে’ তাকে ব্যবহার করলেন বলে অভিযোগ করেন পাত্র। বলেন, এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বিরাট ভূমিকায় হাজির হয়েছে ভারত, চাঁদে সফট ল্যান্ডিংয়ে চতুর্থ সফল দেশ হতে চলেছে। আর উনি শুধুই রাজনীতি করার চেষ্টা করেন যা চূড়ান্ত নিম্ন মানের, আতঙ্কের। মমতার ভারতের জন্য কোনও ‘মমতা’ নেই। ইসরো শুক্রবার বলেছে, চন্দ্রযান-২ এর বহুপ্রতীক্ষিত চাঁদে অবতরণের প্রক্রিয়া একেবারে নির্ভূল ভাবে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশ গবেষণা সংস্থার সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতীয়দের সেরা মেধা, লক্ষ্যে অবিচল থাকার মানসিকতারই প্রতিফলন এই অভিযান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















